দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। চারিদিকে এখন উৎসবের আমেজ। দুর্গাপুজো মানেই তো বাঙালির প্রাণের উৎসব, আর এই সময়টি ঘিরেই থাকে নানা আনন্দ, কেনাকাটা আর জমজমাট আয়োজন। প্রতি বছর পুজোর মরশুমে যেমন নতুন জামাকাপড়, উপহার, বাড়ি সাজানোর সামগ্রী কেনা হয়, তেমনই সোনা (Gold Price) ও রুপো কেনার ক্ষেত্রেও বাঙালির বিশেষ আগ্রহ থাকে। আর এই বছর দেবীপক্ষের শুরুতেই সেই আগ্রহ যেন আরও বেড়ে গিয়েছে। কারণ, একেবারে উৎসবের মরশুমের মুখে এসে সোনা ও রুপোর দামে লক্ষণীয় পতন দেখা দিয়েছে।
আজকের বাজারদর অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম রয়েছে ১১ হাজার ২১৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১২ হাজার ১৪০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ১১ লক্ষ ২১ হাজার ৪০০ টাকা। ২২ ক্যারেট সোনার ক্ষেত্রেও একইরকম প্রবণতা দেখা যাচ্ছে। আজ ১ গ্রামের দাম ১০ হাজার ২৭৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২ হাজার ৭৯০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ১০ লক্ষ ২৭ হাজার ৯০০ টাকা। শুধু সোনাই নয়, রুপোর দামও এখন কিছুটা কমেছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৩ হাজার ৪৯০ টাকা এবং ১ কেজি রুপোর দাম ১ লক্ষ ৩৫ হাজার টাকা। এখানেও একদিনে ১০০ টাকার হ্রাস হয়েছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
