হঠাৎ দাম কমতেই গহনার দোকানে ভিড়, আজই সুবর্ণ সুযোগ সোনা কেনার

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই দুর্গাপুজো ধনতেরাস। এই সময়ে মানুষ একটু হলেও সোনার জিনিস কিনে থাকেন। একদিকে যেমন ক্রমাগত বাড়তে থাকা সোনার দামের (Gold Price)…

Gold Price and-silver-prices-dip-in-kolkata-on-september-12-2025-relief-for-buyers-ahead-of-festive-season

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই দুর্গাপুজো ধনতেরাস। এই সময়ে মানুষ একটু হলেও সোনার জিনিস কিনে থাকেন। একদিকে যেমন ক্রমাগত বাড়তে থাকা সোনার দামের (Gold Price) কারণে সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে, অন্যদিকে মাঝেমধ্যেই দামের পতন সামান্য হলেও স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। তবে সকলের জন‌্য রয়েছে দারুণ এক সুখবর। গত কয়েক সপ্তাহ ধরেই সোনার দাম প্রায় প্রতিদিনই উর্দ্ধমুখী প্রবণতা দেখাচ্ছিল। লাখ টাকার গণ্ডি পেরিয়ে গেছে ২২ ও ২৪ ক্যারেট সোনা। এমনকি ১৮ ক্যারেট সোনার দামও (Gold Price) লাখ টাকার কাছাকাছি চলে এসেছে। সাধারণত উৎসবের মরশুমে সোনার চাহিদা বাড়ে বলেই দামও ঊর্ধ্বমুখী হয়। তবে আজ, ১২ সেপ্টেম্বর বাজারে সোনার দাম কিছুটা হলেও কমেছে।

আজ শুক্রবার ২৪ ক্যারেট সোনার ১ গ্রাম বিক্রি হচ্ছে ১১ হাজার ৫০ টাকায়। ১০ গ্রাম সোনার দাম নির্ধারিত হয়েছে ১ লক্ষ ১০ হাজার ৪৯৯ টাকা। যদিও এই দাম এখনও সাধারণ ক্রেতার নাগালের বাইরে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, তবে সামান্য কমা মানেই অনেকের জন্য আশার আলো।

   
Advertisements

অন্যদিকে, ২২ ক্যারাট সোনার বাজারদরও আজ কিছুটা নেমেছে। বর্তমানে ২২ ক্যারাট সোনার ১ গ্রাম বিক্রি হচ্ছে ১০ হাজার ১২৯ টাকায়। ১০ গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে ১ লক্ষ ১ হাজার ২৯০ টাকা। আর ১০০ গ্রাম কিনতে খরচ হবে ১০ লক্ষ ১২ হাজার ৯০০ টাকা।  শুধু সোনা নয়, রুপোর বাজারেও আজ কিছুটা ছাড় লক্ষ্য করা গেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ পড়বে ১২ হাজার ৯৮০ টাকা।