HomeBusinessআজ লক্ষ্মীবারে সোনার বাজারে ঝড়! এখন না কিনলে পরে আফসোস

আজ লক্ষ্মীবারে সোনার বাজারে ঝড়! এখন না কিনলে পরে আফসোস

- Advertisement -

কলকাতা, ৬ নভেম্বর: আজ বৃহস্পতিবার সকালেই আবারও বদল এসেছে দেশের সোনার দামে(Gold Price) কয়েকদিনের স্থিতিশীলতার পর ফের এক ধাক্কায় বেড়েছে হলুদ ধাতুর মূল্য। যদিও এই বৃদ্ধি লাগামছাড়া নয়, বাজার বিশেষজ্ঞদের মতে উৎসবের পরবর্তী আবহেই এখন সোনার দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। ফলে মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে খানিকটা স্বস্তি।

সাম্প্রতিক কয়েক সপ্তাহে সোনার বাজারে ওঠানামা লক্ষ্য করা গেলেও, দীপাবলি ও ধনতেরস উৎসবের পর থেকে দামে কিছুটা শীতলতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে টাকার মান, মার্কিন যুক্তরাষ্ট্রের সুদের হার নীতি, এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা—সব মিলিয়ে সোনার দামে প্রভাব ফেলছে। এই অবস্থায় ভারতীয় বাজারেও তার প্রভাব স্পষ্টভাবে পড়েছে।

   

আজকের হিসাবে দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১,১১,৯০০ টাকা, আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,২২,০৬০ টাকা। অপরদিকে, মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,১১,৭৫০ টাকা, এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,২১,৯১০ টাকা। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১১ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২১ হাজার ৯১০ টাকা।

বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে সোনার দাম যদিও আগের তুলনায় কিছুটা বেড়েছে, তবে তা নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি সোনার দাম প্রায় ২,৪৫০ ডলার ছুঁয়েছে, যা বিগত কয়েক মাসের মধ্যে অন্যতম উচ্চ অবস্থান। ফলে ভারতীয় বাজারেও সামান্য উত্থান দেখা যাচ্ছে।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular