কলকাতা, ৬ অক্টোবর: লক্ষ্মীপুজো মানেই ধন-সম্পদের দেবীর আগমন, ঘরে ঘরে ধনলক্ষ্মীর আরাধনা। অনেকে বিশ্বাস করেন, এই দিনে সোনা (Gold Price) বা রূপো কেনা শুভ। তাই প্রতি বছর লক্ষ্মীপুজোর আগে-পরে সোনার বাজারে জমজমাট কেনাবেচা দেখা যায়।
তবে এবছর পুজোর দিনই স্বর্ণপ্রেমীদের জন্য এল বিশাল ধাক্কা। মা লক্ষ্মীর কৃপা সোনার বাজারে স্পষ্ট দেখা গেলেও, সাধারণ মানুষের জন্য তা মোটেই সুখকর নয়। কারণ, ৬ অক্টোবর, লক্ষ্মীপুজোর দিন একদিনে সোনার দাম বাড়ল রীতিমতো রেকর্ড হারে।
আজ, ৬ অক্টোবর ২০২৫ (লক্ষ্মীপুজোর দিন), ২৪ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে ১২,০৭৭। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১,২০,৭৭০।
এছাড়া ২২ ক্যারেট সোনার দামেও দেখা গিয়েছে বড়সড় উত্থান। আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১,০৭০, ১০ গ্রাম সোনার দাম ১,১০,৭০০ এবং ১০০ গ্রাম সোনার দাম ১১,০৭,০০০।
তবে সোনার এই বিপুল মূল্যবৃদ্ধির মাঝেই কিছুটা স্বস্তির খবর রুপোপ্রেমীদের জন্য। কারণ, আজ রুপোর দামে দেখা গিয়েছে সামান্য পতন। লক্ষ্মীপুজোয় সাধারণত বহু মানুষ সোনা বা রুপো কেনেন শুভক্ষণে। কিন্তু এবছর সোনার হঠাৎ মূল্যবৃদ্ধিতে হতাশ বহু সাধারণ ক্রেতা। লক্ষ্মীপুজোর দিনে সোনা কেনার ইচ্ছা থাকলেও আজকের বাজারে অনেকের সেই স্বপ্ন অধরাই থেকে গেল।