পুজোর মুখেই কমল সোনার দাম, সস্তা হল রুপোও

দুর্গাপুজো মানেই নতুন পোশাক কেনার পাশাপাশি সোনার কেনার হিড়িকও চোখে পড়ার মতো৷ আবার তারপরেই ধনতেরাস৷ এই শুভদিনে সংসারের মঙ্গলের জন্য সোনা বা রুপো এই দুই…

দুর্গাপুজো মানেই নতুন পোশাক কেনার পাশাপাশি সোনার কেনার হিড়িকও চোখে পড়ার মতো৷ আবার তারপরেই ধনতেরাস৷ এই শুভদিনে সংসারের মঙ্গলের জন্য সোনা বা রুপো এই দুই ধাতুর জিনিস কিনে থাকেন অনেকেই ৷ নিজের শখে সোনা কেনার পাশাপাশি বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন বাড়িতে সোনা বা রুপোর উপহার দেওয়ার চল রয়েছে৷ তাই সারাদিনে অফিসের কাজ হোক বা সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও প্রতিদিন সোনা ও রুপোর (gold-and-silver-price) দাম কেমন রয়েছে তা নিয়ে সকল মহিলাদেরই নজর থাকে৷ তবে চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় কত হল সোনার দাম৷

Advertisements

চলতি মাসে বিশ্বকর্মা পুজো ও গণেশ পুজোর পরই অনেকটাই দাম কমেছে সোনার৷ মধ্যবিত্তের কাছে একেবারে সোনায় সোহাগা৷ পুজোর আগেই ঝটপট কিনে ফেলুন সোনা৷

   

সোনার দাম

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছে ৭৪৭৩ টাকা। ফলে ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম হয়েছে ৭৪ হাজার ৭৩০ টাকা। একদিনে ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৬০০ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫৬০৫ টাকা। ফলে ১০ গ্রাম সোনার দাম হল ৫৬ হাজার ৫০ টাকা। একদিনে দাম কমল ১২০০ টাকা।

রুপোর দাম

একইসঙ্গে কমেছে রুপোর দামও। বুধবার ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ৯১০০ টাকা। দাম কমল ১০০০ টাকা।