ফের কমল সোনার দাম, কলকাতায় কত দাম হল জানেন?

প্রতিদিন নানা গুরুত্বপূর্ণ খবরের মাঝে একবার হলেও সোনার দাম কত হয়েছে সেই দিকে চোখ বুলিয়ে নেন প্রায় সকেলই৷ বিশেষ করে সামনেই দুর্গাপুজো, ধনতেরাস৷ তাই এই…

প্রতিদিন নানা গুরুত্বপূর্ণ খবরের মাঝে একবার হলেও সোনার দাম কত হয়েছে সেই দিকে চোখ বুলিয়ে নেন প্রায় সকেলই৷ বিশেষ করে সামনেই দুর্গাপুজো, ধনতেরাস৷ তাই এই সময়ে সোনা ও রুপো (Gold And Silver Price)কেনার হিড়িক থাকে বেশি৷ তবে একানেই শেষ নয়, বিয়ের মরসুমও শুরু হয়ে যাবে খুব শীঘ্রই৷ তবে বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানে উপহার হিসেবে এই সোনা ও রুপো  দুই মূল্যবান ধাতুগুলো দিয়ে থাকেন অনেকেই। 

চলতি মাসে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকলেও গণেশ পুজো ও বিশ্বকর্মা পুজোর পর কিছুটা কমল সোনা৷র দাম একেই বলে সোনায় সোহাগা! তবে শুধু সোনার দাম কমেছে তা কিন্তু নয়, রুপোর দামও কমেছে বেশ অনেকটা। তাই সোনা ও রুপো কেনাটা এখন মধ্যবিত্তের নাগালের মধ্যেই। আজ যদি আপনার সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে এখনই সোনা-রুপো কেনার সুবর্ণ সুযোগ। কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৮৮৫০০ টাকা, যা গত দিনের থেকে ০.০০ শতাংশ পরিবর্তিত হয়েছে। অন্য দিকে খুচরো রুপোর প্রতি কেজির দাম ৮৮৬০০ টাকা।

   

২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮ হাজার ৫০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৮৫ হাজার টাকা। অর্থাৎ সোনার দাম কমেছে ১৫০০।

রুপোর দাম-
শুধু সোনা নয়, রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯১০০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৯১ হাজার টাকা। ১ হাজার টাকা দাম কমেছে রুপোর।