HomeBusinessবাংলায় হতে চলেছে সেমিকন্ডাক্টর শিল্প, বিপুল বিনিয়োগ মার্কিন সংস্থার

বাংলায় হতে চলেছে সেমিকন্ডাক্টর শিল্প, বিপুল বিনিয়োগ মার্কিন সংস্থার

- Advertisement -

বাংলার প্রযুক্তি ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর উৎপাদক সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিস (GlobalFoundries)। রাজ্যের তথ্যপ্রযুক্তি রাজধানী সল্টলেক সেক্টর ফাইভে সংস্থাটি স্থাপন করতে চলেছে একটি ফ্যাব-লেস সেন্টার। এই কেন্দ্রে সেমিকন্ডাক্টরের ডিজাইন, গবেষণা ও পরীক্ষার কাজ হবে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে ১৩ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ করেছে এই প্রকল্পের জন্য।

এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন কলকাতার মার্কিন কনস্যুলেট জেনারেল ক্যাথি জাইলস-ডিয়াজ। বৈঠকে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে, গ্লোবাল ফাউন্ড্রিসের এই বিনিয়োগ পশ্চিমবঙ্গে প্রযুক্তি শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

   

প্রযুক্তি উন্নয়নের হাব হিসেবে উঠে আসছে বাংলা
নিউজার্সি-ভিত্তিক গ্লোবাল ফাউন্ড্রিস মূলত স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার সহ বিভিন্ন আধুনিক ডিভাইসের জন্য উন্নতমানের চিপস প্রস্তুত করে থাকে। এটি বিশ্বের অন্যতম বড় সেমিকন্ডাক্টর ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এখন সেই সংস্থাই ভারতে প্রথমবার কলকাতাকে বেছে নিচ্ছে তাদের গুরুত্বপূর্ণ ডিজাইন এবং R&D ইউনিট গড়ে তোলার জন্য।

গ্লোবাল ফাউন্ড্রিস ইতিমধ্যেই আরও ১৯ হাজার বর্গফুট অতিরিক্ত জায়গার অনুরোধ করেছে রাজ্য সরকারের কাছে। সেই প্রস্তাব বর্তমানে পর্যালোচনার অধীন। শিল্প মহলের মতে, এই পদক্ষেপের মাধ্যমে কলকাতা প্রযুক্তি খাতে গ্লোবাল ম্যাপে নিজের অবস্থান শক্ত করবে।

শিক্ষা ও স্টার্টআপের সঙ্গে যুক্ত হবে সংস্থা
রাজ্য সরকার জানিয়েছে, এই সংস্থার সঙ্গে রাজ্যের বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ ও গবেষণা প্রতিষ্ঠানগুলিকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তরুণ পড়ুয়াদের জন্য ইনটার্নশিপ প্রোগ্রাম ও স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু করার পরিকল্পনাও করা হচ্ছে। এতে রাজ্যের ছাত্রছাত্রী ও প্রযুক্তিপ্রেমী যুবকদের জন্য খুলে যাবে আন্তর্জাতিক মানের গবেষণার দরজা।

শিল্প মহলের প্রতিক্রিয়া
রাজ্যের শিল্প মহলের মতে, এটি বাংলার প্রযুক্তি খাতে এক বড় সাফল্য। এখনো পর্যন্ত দক্ষিণ ভারতের চেন্নাই, হায়দরাবাদ বা বেঙ্গালুরু-তেই এই ধরনের প্রযুক্তি হাব গড়ে উঠেছিল। এবার প্রথমবার পূর্ব ভারতের একটি রাজ্য এমন একটি উচ্চপ্রযুক্তির শিল্পে নাম লেখাল।

এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু কলকাতা নয়, আশেপাশের জেলাগুলিতেও আর্থ-সামাজিক বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

গ্লোবাল ফাউন্ড্রিসের এই উদ্যোগ পশ্চিমবঙ্গের জন্য একটি মাইলফলক বিনিয়োগ। সেমিকন্ডাক্টর শিল্পে বাংলার প্রবেশ ভবিষ্যতের জন্য প্রযুক্তিগত এবং অর্থনৈতিকভাবে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে বাস্তবে রূপ নেবে এই স্বপ্নের উদ্যোগ।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular