লাইনে দাঁড়ানোর ঝক্কি শেষ! এবার ঘরে বসেই বানান আধার কার্ড

ঠিকানার প্রমাণপত্র থেকে শুরু করে স্কলারশিপ নেওয়া কিংবা ব্যাঙ্কের যাবতীয় কাজ, সব ক্ষেত্রেই আধার কার্ড (Aadhar Card) ব্যবহৃত হয়। ভোটার কার্ড প্রায় সকলের থাকলেও অনেকেই আধার কার্ড করে উঠতে পারেননি। তাঁদের জন্য সুখবর শোনাল সরকার। এবার ঘরে বসেই আপনি বানিয়ে ফেলতে আধার কার্ড (Aadhar Card)। যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে আপনার বাড়িতেই।

Advertisements

অবশ্য সবাই এই সুবিধে পাবেন না। পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য আধার কার্ড তৈরির নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন আর আধার কার্ডের জন্য পরিবারের সদস্যদের ঘোরাঘুরি করতে হবে না। বরং পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য সহজেই বাড়িতে আধার তৈরি হয়ে যাবে। ডাক বিভাগ শিশুদের আধার কার্ড তৈরির জন্য নতুন পদ্ধতি চালু করেছে।

বাড়িতে গিয়ে পাঁচ বছরের কম বয়সী শিশুর আধার কার্ড তৈরির প্রক্রিয়া শুরু করেছে ডাক বিভাগ। এবার থেকে ডাক বিভাগের বিভাগের দল তথ্য যাচাই করার জন্য আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং বিনামূল্যে আধার সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করবে। যারা সন্তানদের জন্য আধার তৈরি করতে চান, তাঁরা এখন ঘরে বসেই এই সুবিধা নিতে পারবেন।

হুড়মুড়িয়ে কমল দাম! অনেকটাই সস্তা হল পেট্রোল-ডিজেল

Advertisements

আধার কার্ড তৈরি করতে, পরিবারকেরে কোনও সদস্যের মোবাইলে ডাক বিভাগের পোস্ট ইনফো অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অনলাইনে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দিতে হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে, বিভাগের টিম আপনার বাড়িতে পৌঁছে যাবে শিশুর আধার কার্ড তৈরি করতে।

এছাড়া পোস্টমাস্টারকে অফলাইনেও তথ্য দেওয়া যাবে। এর পরে, বিভাগের আইটি দল শিশুটির আধার কার্ড তৈরি করতে তার বাড়িতে পৌঁছবে। ডাক বিভাগ শিশুদের আধার কার্ড তৈরির জন্য কোনো ফি নেবে না। তবে পরিবারের কোনও ব্যক্তি মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেন তবে তাঁকে 50 টাকা ফি দিতে হবে।

আলিবাবার খেল! ‘রক্তাক্ত ট্রাম্প’ টি-শার্ট বানিয়ে চিনের বিপুল ব্যবসা