গেমিং প্রসেসর ও 50 মেগাপিক্সেল ক্যামেরা, Poco C65 -এর দাম জানেন?

Poco C65 অবশেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল।‌ ফোনটি Poco C55 এর উত্তরসূরী হিসেবে বাজারে এসেছে। স্পেসিফিকেশনের দিক থেকে নয়া পোকো ডিভাইসটি Redmi 13C এর রিব্র্যান্ডেড…

Poco C65 অবশেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল।‌ ফোনটি Poco C55 এর উত্তরসূরী হিসেবে বাজারে এসেছে। স্পেসিফিকেশনের দিক থেকে নয়া পোকো ডিভাইসটি Redmi 13C এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আত্মপ্রকাশ করেছে। এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। আসুন Poco C65 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Poco C65 এর দাম বা মূল্য

পোকো সি৬৫ এর দাম এখনও জানানো হয়নি। পোকো গ্লোবাল ওয়েবসাইট অনুযায়ী, ফোনটি ৬ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একে তিনটি রঙের মধ্যে বেছে নেওয়া যাবে – ব্ল্যাক, ব্লু ও পার্পেল।

পোকো সি৬৫ ফোনে আছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ও ৮ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে। আবার এতে ভার্চুয়াল র‌্যাম ফিচার উপস্থিত।

ফটোগ্রাফির জন্য Poco C65 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে,যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর Poco C65 সংস্থার নিজস্ব এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে চলবে। এই ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।