নয়া দায়িত্বে উর্জিত প্যাটেল, আন্তর্জাতিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে ভারত

Former RBI Governor Urjit Patel Named IMF Executive Director for 3-Year Term

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (IMF) একজ়িকিউটিভ ডিরেক্টর পদে নির্বাচিত হলেন ভারতের রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল (RBI Governor Urjit Patel) । তিন বছরের জন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে ভারতের আর্থিক কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই পদক্ষেপকে এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Advertisements

উর্জিত প্যাটেল (RBI Governor Urjit Patel) ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে ছিলেন। নোটবন্দি-পরবর্তী অর্থনীতির চাপ সামলানো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হারে স্বচ্ছতা আনা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা রক্ষা করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। আরবিআইয়ের গভর্নর হওয়ার আগে তিনি ডেপুটি গভর্নর হিসেবে কাজ করেছিলেন এবং মুদ্রানীতি কমিটির গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিশ্বব্যাপী অর্থনীতির অনিশ্চয়তার সময়ে IMF–এ তাঁর নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বর্তমানে বৈশ্বিক অর্থনীতির সামনে মুদ্রাস্ফীতি, বাণিজ্য যুদ্ধ, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তনের মতো একাধিক চ্যালেঞ্জ রয়েছে। এই পরিস্থিতিতে একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ হিসেবে প্যাটেলের ভূমিকা আন্তর্জাতিক নীতি নির্ধারণে বড় প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

ভারতের পক্ষ থেকে IMF–এর বোর্ডে সক্রিয় ভূমিকা পালনের সুযোগও মিলবে তাঁর নেতৃত্বে। ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির অন্যতম, ফলে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলির কাছে দেশের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। IMF–এর বোর্ডে তাঁর অভিজ্ঞতা ভারতের উন্নয়ন মডেল ও দৃষ্টিভঙ্গি তুলে ধরতে সহায়ক হবে।

অর্থনীতিবিদদের মতে, প্যাটেলের নিয়োগ কেবল ভারত নয়, গোটা উন্নয়নশীল বিশ্বের জন্যই ইতিবাচক। উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সমস্যাগুলি যাতে বিশ্বমঞ্চে সঠিক গুরুত্ব পায়, তার সুরক্ষায় তিনি বড় ভূমিকা পালন করবেন।