উৎসবের কেনাকাটা ক্রেডিট কার্ডে? জেনে নিন সাশ্রয়ের স্মার্ট উপায়

A realistic festive shopping scene inside a modern Indian mall

উৎসব মানেই আনন্দ, আলো আর কেনাকাটার উৎসব। দুর্গাপূজা থেকে শুরু করে ধনতেরাস ও দীপাবলি—প্রতিটি উৎসবেই বাজারে অফার আর ছাড়ের বন্যা দেখা যায়। ইলেকট্রনিক্স, গয়না, পোশাক, গৃহস্থালি সামগ্রী বা স্মার্টফোন—সবেতেই চলে একের পর এক স্কিম। এই সময়ে বহু মানুষ কেনাকাটার জন্য ভরসা রাখেন ক্রেডিট কার্ডের উপর। কিন্তু সচেতনভাবে ব্যবহার না করলে ক্রেডিট কার্ড অনেক সময় সাশ্রয়ের বদলে বাড়তি বোঝা হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, কিছু স্মার্ট টিপস মাথায় রাখলে আপনি শুধু কেনাকাটাই করবেন না, বরং উল্লেখযোগ্য সাশ্রয়ও করতে পারবেন।

Advertisements

পার্টনার অফার খুঁজে নিন আগে

প্রথমেই দেখে নিন আপনার ক্রেডিট কার্ড কোন ই-কমার্স প্ল্যাটফর্ম বা ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপে রয়েছে। উৎসবের সময় প্রায় সব বড় ব্যাংক ও NBFC বিশেষ অফার ঘোষণা করে—যেমন ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ক্যাশব্যাক বা ডাবল রিওয়ার্ড পয়েন্ট। অনেকে তাড়াহুড়োয় এগুলো যাচাই করেন না। অথচ কয়েক মিনিট সময় নিলে হাজার হাজার টাকা বাঁচানো সম্ভব।

বিলিং সাইকেলের শুরুতে বড় খরচ করুন

ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল বোঝা খুব জরুরি। মাসের শুরুতেই যদি বড় কেনাকাটা করেন, তাহলে বিল মেটানোর জন্য প্রায় এক মাস সময় পাওয়া যায়। এতে বাজেটের উপর চাপ কমে। তবে অবশ্যই পুরো বিল সময়মতো মিটিয়ে ফেলতে হবে, নইলে সুদ ও লেট ফি মিলিয়ে সব লাভের অঙ্ক উলটে ক্ষতিতে পরিণত হবে।

জমে থাকা রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করুন

পুরো বছর জুড়ে আপনি যেকোনো কেনাকাটা করলেই রিওয়ার্ড পয়েন্ট জমা হয়। কিন্তু বেশিরভাগ মানুষই সেই পয়েন্ট ব্যবহার করতে ভুলে যান। উৎসবের সময় এই পয়েন্ট রিডিম করলে গিফট ভাউচার, ডিসকাউন্ট বা সরাসরি বিল কমানোর সুবিধা পাওয়া যায়। তাই ব্যাংকের অ্যাপ বা ওয়েবসাইটে লগ ইন করে দেখে নিন আপনার কত পয়েন্ট জমে আছে।

দামী কেনাকাটায় নো-কস্ট EMI বেছে নিন

ফ্রিজ, ল্যাপটপ বা স্মার্ট টিভি—এই ধরনের দামী জিনিস কেনার সময় ক্রেডিট কার্ডের নো-কস্ট EMI সবচেয়ে ভালো উপায়। এতে ৩ থেকে ৬ মাস বা কখনও ১২ মাস পর্যন্ত কিস্তিতে টাকা পরিশোধ করা যায়, অতিরিক্ত সুদের ঝামেলা ছাড়াই। তবে EMI শুরু করার আগে অবশ্যই শর্তগুলো ভালোভাবে পড়ে নিন।

Advertisements

সঠিক কার্ডে সঠিক খরচ করুন

সব ক্রেডিট কার্ড সমান নয়। কেউ অনলাইন শপিংয়ে বেশি রিওয়ার্ড দেয়, কেউ আবার ফুয়েল, ট্র্যাভেল বা গ্রোসারিতে। তাই যদি আপনার একাধিক কার্ড থাকে, তবে খরচ ভাগ করে করুন। যে খাতে সর্বাধিক রিওয়ার্ড বা ক্যাশব্যাক মিলবে, সেই খরচ সেই কার্ডে করুন।

সীমার বাইরে যাবেন না

উৎসবের উত্তেজনায় অনেকেই পরিকল্পনার বাইরে খরচ করে ফেলেন। বিশেষজ্ঞদের মতে, কখনও ক্রেডিট লিমিটের ৩০% এর বেশি খরচ করা উচিত নয়। বেশি ব্যবহার করলে ক্রেডিট স্কোরে প্রভাব পড়ে। আর অবশ্যই পুরো বিল একবারেই মিটিয়ে ফেলতে হবে। শুধু ন্যূনতম টাকা দিলে বাকি অঙ্কের উপর প্রচুর সুদ বসে যাবে।

উৎসবের আনন্দের সঙ্গে যদি সাশ্রয়ের খুশিও পেতে চান, তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার করুন পরিকল্পনা মেনে। সঠিক অফার, রিওয়ার্ড ও EMI ব্যবহার করলে আপনি একদিকে সাশ্রয় করবেন, অন্যদিকে অতিরিক্ত চাপও আসবে না। মনে রাখবেন, ক্রেডিট কার্ড আপনার শত্রু নয়—যদি আপনি একে বুদ্ধিমানের মতো ব্যবহার করেন।