কুইক কমার্স ক্ষেত্রে ঢুকছে ফ্লিপকার্ট

Flipkart

মুম্বই : এবার জ্যোমাটো ব্লিঙ্কহট জেপটোর মতো সংস্থাদের কুইক কমার্স ক্ষেত্রে প্রতিযোগিতার মুখে ফেলতে চাইছে ফ্লিপকার্ট। কারণ কুইক কমার্স ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে ফ্লিপকার্ট। জানা গিয়ছে কয়েক মাসের মধ্যে এই বাণিজ্যর জগতে ঢুকে পড়়ছে ফ্লিপকার্ট। গ্রাহকদের হঠাৎ প্রয়োজনে লাগা জিনিসপত্র দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিষেবা কুইক কমার্স বলে পরিচিত। বর্তমান পরিস্থিতিতে এই ই-কমার্স সংস্থাটি কুইক কমার্স ক্ষেত্রে প্রবেশ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisements

তবে দেশের কোন কোন শহরে ফ্লিপকার্ট এই পরিষেবা দেবে এবং কি কি ধরনের পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ফ্লিপকার্টের এই ক্ষেত্রে প্রবেশের খবর জানাজানির পর জ্যোমাটোর শেয়ারে নেতিবাচক প্রভাব পড়তে দেখা গিয়েছে।

ব্লিঙ্কহট জেপটো প্ল্যাটফর্ম গুলি ফ্যাশন এবং সৌন্দর্য পণ্য ইলেকট্রনিক্স খেলনা গৃহসজ্জা এবং রান্নাঘরের নানা সামগ্রী অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকে। খুব অল্প সময়ে দ্রুত গ্রাহকদের কাছে এইসব পণ্য এই সংস্থাগুলি পৌঁছে দিয়ে থাকে। এবার এইসব সংস্কার সেই বাজারে ভাগ বসাতে চলে আসছে ফ্লিপকার্ট।

Advertisements

এদিকে আরো ভালো করে গ্রাহকদের পরিষেবা দিতে আগামী কয়েক মাসে ব্লিঙ্কহট জেপটোর মতো সংস্থাগুলি তাদের নেটওয়ার্কে হাজারের উপর গুদামঘর যুক্ত করতে চলেছে। তাছাড়া অ্যাডিডাস, পেপে জিন্স,জকি , মান্যবর ইত্যাদি ব্র্যান্ডগুলি তালিকাভুক্ত করে এইসব পোশাক সংস্থা এবং বিক্রেতাদের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসার পরিধি বাড়াতে চাইছে এইসব কুইক কমার্স সংস্থাগুলি।