ESI Scheme: কর্মীদের জন্য ইএসআই সুবিধা বৃদ্ধি

esi scheme

নয়াদিল্লি: অনেক সময় দেখা যায় বেতন বৃদ্ধির কারণে প্রথমে কর্মী রাজ্য বিমা (ESI) প্রকল্পের আওতায় থাকলে পরে সেই প্রকল্পের বাইরে চলে যান অনেকে। এবার কর্মীদের জন্য এই প্রকল্পের সুবিধের আওতা কিছুটা বাড়ানো হচ্ছে। তার ফলে অবসরপ্রাপ্ত এমন কর্মীদের চিকিৎসার সুবিধা দিতে শর্ত শিথিল করে বিশেষ ব্যবস্থা চালু করল ইএসআই কর্তৃপক্ষ। শনিবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সভাপতিত্বে ই এস আই পরিচালন পর্ষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisements

ওই সিদ্ধান্ত অনুসারে যারা ২০১২ সালের ১ এপ্রিলের পর কমপক্ষে পাঁচ বছর ইএসআই প্রকল্পের আওতায় থেকে ২০১৭ সালে ১ এপ্রিল অথবা তারও পরে অবসর নিয়েছেন অথবা স্বেচ্ছা অবসর নিয়েছেন এবং যাদের মাসিক বেতন ৩০,০০০ টাকার মধ্যে তারাই নতুন ব্যবস্থার সুবিধে যোগ্য বলে বিবেচিত হবে।

বর্তমান নিয়মে যেসব কর্মীর মাসিক বেতন ২১,০০০ টাকা মধ্যে তারাই ইএসআই প্রকল্পের আওতায় থাকত। বেতন বেড়ে গেলে এই প্রকল্পের আওতার বাইরে চলে যেতে হতো।

Advertisements

ইএসআই প্রকল্পের আওতায় থাকা কর্মীরা কর্মরত অবস্থায় দুর্ঘটনা আহত হয়ে অঙ্গহানি অথবা মৃত্যু হলে আর্থিক ক্ষতিপূরণ পেয়ে থাকেন। তার পাশাপাশি এই প্রকল্পে থাকা কর্মীরা চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন।