ইলন মাস্ক (Elon Musk)যেদিন থেকে টুইটার কিনেছেন সেদিন থেকে তাঁর সমস্যা বেড়েই চলেছে। রিপোর্ট অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স ৭৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬২৫ কোটি টাকার ধাক্কা খেতে চলেছে। বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো তাদের এক্স থেকে মার্কেটিং ক্যাম্পেইন সরিয়ে নিচ্ছে। ফলে বড়সড় ক্ষতির সম্মুখীন হবে ইলন মাস্ক।
মাস্ক গত সপ্তাহে এক্স প্ল্যাটফর্মে একটি ইহুদি বিরোধী পোস্ট সাপোর্ট করেছিলেন। যার পর ওয়াল্ট ডিজনি এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিসহ অনেক কোম্পানি তাদের বিজ্ঞাপন সরানোর সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। এক্স মিডিয়া ওয়াচডগ গ্রুপ মিডিয়া ম্যাটার্স-এর বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযোগ করেছে যে সংস্থাটি একটি রিপোর্টের মাধ্যমে প্ল্যাটফর্মটিকে বদনাম করেছে। বলা হয়, অ্যাডলফ হিটলার ও নাৎসি পার্টির প্রচারমূলক পোস্টের পাশে অ্যাপল ও ওরাকলসহ বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখা গেছে।
চলতি সপ্তাহে নিউইয়র্ক টাইমসের হাতে থাকা রিপোর্ট অনুযায়ী, এয়ারবিএনবি, অ্যামাজন, কোকা-কোলা এবং মাইক্রোসফটের মতো ২০০টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে যাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছেন বা বন্ধ করার কথা ভাবছেন।
শুক্রবার এক্স জানিয়েছে, ১১ মিলিয়ন ডলারের রাজস্ব ঝুঁকির মধ্যে রয়েছে এবং কিছু বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্মে ফিরে আসায় সঠিক সংখ্যাটি এখন ওঠানামা করেছে। সিভিল রাইট গ্রূপ অনুযায়ী,২০২২ সালের অক্টোবরে মাস্ক এক্স কেনার পর থেকে বিজ্ঞাপনদাতারা এক্স-এর সঙ্গে সম্পর্ক ছেদ করেছে এবং কন্টেন্ট মডারেশন তুলনামূলকভাবে অনেক কম হচ্ছে, যার ফলে সাইটে বিদ্বেষমূলক বক্তব্য দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মাস্কের অধিগ্রহণের পর থেকে প্রতি মাসে প্ল্যাটফর্মটির মার্কিন বিজ্ঞাপন আয় কমপক্ষে ৫৫ শতাংশ হ্রাস পেয়েছে।
ইলন মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। শুক্রবার তার সম্পদের পরিমাণ কমেছে ৫বিলিয়ন ডলার। প্রসঙ্গত, চলতি বছর তার সম্পদের পরিমাণ বেড়েছে ৮১.৮ বিলিয়ন ডলার। ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছেন। পরে এর নাম পরিবর্তন করে X করা হয়। বর্তমানে এর মূল্য ২০ বিলিয়ন ডলার বলা হচ্ছে।