ভারতে মাস্কের Starlink ইন্টারনেট পরিষেবা পেল সবুজ সংকেত, Jio-র সঙ্গে চলবে জোর টক্কর

ভারতে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ নিয়েছে এলন মাস্কের (Elon Musk) সংস্থা Starlink। দীর্ঘ প্রতীক্ষার পর, সংস্থা অবশেষে ভারত সরকার থেকে কমার্শিয়াল…

Elon Musk’s Starlink Passes Security Tests in India

ভারতে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ নিয়েছে এলন মাস্কের (Elon Musk) সংস্থা Starlink। দীর্ঘ প্রতীক্ষার পর, সংস্থা অবশেষে ভারত সরকার থেকে কমার্শিয়াল লঞ্চের চূড়ান্ত নিয়ন্ত্রক অনুমোদন পেয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতের স্পেস ডিপার্টমেন্ট স্টারলিঙ্ক-এর প্রস্তাবকে সবুজ সংকেত দিয়েছে, যা এতদিন সংস্থাটির পথের শেষ বড় বাধা ছিল।

Advertisements

Starlink 2022 সাল থেকেই ভারতে পরিষেবা শুরু করার জন্য লাইসেন্সের অপেক্ষায় ছিল। গত মাসেই টেলিকম মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় লাইসেন্স পেয়েছিল সংস্থাটি, কিন্তু স্পেস বিভাগের অনুমোদন তখনও বাকি ছিল। এবার সেই অনুমোদনও পেয়ে যাওয়ায়, ভারতের বাজারে স্টারলিংকের প্রবেশের রাস্তা প্রায় পুরোপুরি প্রশস্ত হয়ে গিয়েছে।

   

জিও ও OneWeb-এর পর তৃতীয় সংস্থা Starlink

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য অনুমোদিত তৃতীয় সংস্থা হল স্টারলিঙ্ক। এর আগে Reliance Jio এবং OneWeb (বর্তমানে Eutelsat-এর অংশ) এই পরিষেবার জন্য ছাড়পত্র পেয়েছিল। এখন Starlink-এর আগমনে এই খাতে প্রতিযোগিতা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যদিও নিয়ন্ত্রক ছাড়পত্র পেয়ে গিয়েছে স্টারলিঙ্ক, কিন্তু এখনও পরিষেবা চালুর আগে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে স্পেকট্রাম বরাদ্দ, গ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচার বা বেস স্টেশন তৈরি, এবং সরকার নির্ধারিত সিকিউরিটি ট্রায়াল ও টেকনিক্যাল টেস্টিং। এসবের মাধ্যমেই প্রমাণ করতে হবে যে স্টারলিঙ্ক ভারতের নিরাপত্তা মানদণ্ড পূরণ করতে সক্ষম।

আসছে অ্যাপেলের সবচেয়ে পাতলা iPhone, লঞ্চের আগেই ভাইরাল ভিডিও

স্পেকট্রাম বিতর্কে এলন মাস্কের জয়

সাম্প্রতিক মাসগুলিতে স্যাটেলাইট স্পেকট্রাম বরাদ্দ নিয়ে স্টারলিঙ্ক ও Reliance Jio-এর মধ্যে বেশ তীব্র বিতর্ক চলছিল। যেখানে Jio দাবি করছিল স্পেকট্রাম নিলামের মাধ্যমে বরাদ্দ হোক, সেখানে মাস্কের যুক্তি ছিল সরাসরি বরাদ্দই উপযুক্ত। শেষ পর্যন্ত ভারত সরকার স্টারলিঙ্ক-এর যুক্তিকে মান্যতা দিয়ে বরাদ্দ পদ্ধতির পক্ষেই সিদ্ধান্ত নিয়েছে।

Starlink-এর আগমন ভারতের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করে তুলবে। বিশেষত গ্রামীণ ও দুর্গম অঞ্চলে, যেখানে এখনও স্থায়ী ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছায়নি, সেখানে স্টারলিঙ্ক-এর স্যাটেলাইট পরিষেবা নতুন দিগন্ত খুলে দিতে পারে। এই উদ্যোগ ভারতের ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নপূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে চলেছে।

Advertisements