আধার কার্ডে ছোটখাটো পরিবর্তন করতে গিয়ে বহু মানুষকে আজও নানা জটিলতার মুখোমুখি হতে হয়। নামের বানান সংশোধন, জন্মতারিখ, ফোন নম্বর বা ঠিকানা বদল করতে হলে এখন পর্যন্ত নাগরিকদের নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হয় এবং সঙ্গে জমা দিতে হয় একাধিক শংসাপত্র। এই ঝামেলাপূর্ণ প্রক্রিয়া এবার সহজ করতে এগিয়ে এসেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)। সংস্থাটি খুব শিগগিরই চালু করতে চলেছে একটি নতুন মোবাইল অ্যাপ— ‘ই-আধার অ্যাপ’ (e-Aadhaar App)।
সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় দ্রুত আপডেট:
ইউআইডিএআই সূত্রে জানা গেছে, এই নতুন ই-আধার অ্যাপটি সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে আধার আপডেটের সুযোগ করে দেবে। নাগরিকরা তাদের মোবাইল ফোন থেকেই জন্মতারিখ, ঠিকানা, নাম বা ফোন নম্বর পরিবর্তনের আবেদন করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, আর কোনো কাগজপত্র হাতে জমা দেওয়ার প্রয়োজন হবে না।
অ্যাপটি বিভিন্ন সরকারি ডেটাবেসের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে, যার মাধ্যমে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্মসনদ ইত্যাদি সরকারি নথি স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা যাবে। এতে সময় বাঁচবে এবং জাল নথি ব্যবহারের সম্ভাবনাও কমবে। ফিনান্সিয়াল এক্সপ্রেস–এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ অ্যান্ড্রয়েড ও আইওএস— দুই প্ল্যাটফর্মেই অ্যাপটি চালু করা হবে।
আধার আপডেট ফিতে বড় পরিবর্তন:
এর পাশাপাশি ইউআইডিএআই সম্প্রতি আধার আপডেট ফি-তেও বড় পরিবর্তন এনেছে। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে নতুন হারের কাঠামো কার্যকর হয়েছে, যা ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। প্রায় পাঁচ বছর পর এই প্রথম আধার ফি-তে সংশোধন আনা হলো। পরবর্তী ফি সংশোধন নির্ধারিত হয়েছে ১ অক্টোবর ২০২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০৩১ পর্যন্ত।
নতুন নিয়ম অনুযায়ী, আধার কার্ড তৈরি এখনো সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে নিবন্ধক সংস্থাগুলি পাঁচ বছরের নিচের শিশুদের জন্য প্রতি নিবন্ধনে ৭৫ টাকা, আর পাঁচ বছরের বেশি বয়সীদের জন্য ১২৫ টাকা পাবে। ৫–৭ এবং ১৫–১৭ বছর বয়সে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে থাকছে। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এখন থেকে আপডেট ফি ১২৫ টাকা নির্ধারিত হয়েছে।
অনলাইন ও অফলাইন আপডেটের সমান চার্জ:
নাম, ঠিকানা বা জন্মতারিখ সংশোধনের মতো ডেমোগ্রাফিক আপডেটের জন্য অনলাইন বা সেবা কেন্দ্রে উভয় ক্ষেত্রেই ফি হবে ৭৫ টাকা। প্রুফ অফ অ্যাড্রেস (PoA) বা প্রুফ অফ আইডেন্টিটি (PoI) পরিবর্তনের ক্ষেত্রেও একই ফি প্রযোজ্য হবে। এছাড়া, আধার কার্ড পুনর্মুদ্রণের (Reprint) জন্য ৪০ টাকা ধার্য করা হয়েছে।
নতুন ‘ই-আধার অ্যাপ’ চালু হলে আধার সংক্রান্ত পরিষেবাগুলি আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ হবে বলে আশা করছে ইউআইডিএআই।


