HomeBusinessসোনার বাজারে আগুন, ধনতেরাসের আগে নয়া রেকর্ড গড়তে চলেছে হলুদ ধাতু!

সোনার বাজারে আগুন, ধনতেরাসের আগে নয়া রেকর্ড গড়তে চলেছে হলুদ ধাতু!

- Advertisement -

কলকাতা, ১৬ অক্টোবর: কালীপুজোর আলোর উৎসবের ঠিক আগেই এসে যায় ধনতেরাস। এই বিশেষ দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনতেরাস মানেই নতুন কিছু কেনার শুভ মুহূর্ত, বিশেষ করে সোনা (Gold Price) ও রূপো। বিশ্বাস রয়েছে, এই দিনে যদি কেউ ধাতব দ্রব্য কিনে, তবে তা সংসারে সুখ, সমৃদ্ধি ও ধন-সম্পদের প্রবাহ ঘটায়।

ফলে প্রতিবছর এই সময়ে সোনার দোকানগুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে এবারের ধনতেরাসে যারা সোনা কেনার কথা ভাবছেন, তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। কারণ ধনতেরাসের ঠিক আগে সোনার দামে বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। অর্থাৎ এই উৎসবের সময় যদি আপনি সোনা কিনতে চান, তাহলে খরচ একটু বেশিই হতে পারে।

   

আজ, ১৬ অক্টোবর, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১২,৯৪৫ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার জন্য আপনাকে গুনতে হবে ১,২৯,৪৫০ টাকা। ১০০ গ্রাম কিনলে দাম দাঁড়াবে ১২,৯৪৪৫০০ টাকা।

অন্যদিকে, রূপোর দামে তেমন বড়ো চমক না থাকলেও, তাতেও সামান্য বৃদ্ধি দেখা যাচ্ছে। ফলে যারা গয়না বা রূপার পুজোর সামগ্রী কিনতে চাইছেন, তাদের জন্যও এটি গুরুত্বপূর্ণ সময়।

ভারতীয় বাজারে উৎসবের মরসুমে সাধারণত সোনার চাহিদা অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে ধনতেরাস, দীপাবলি ও বিয়ের মৌসুমে সোনার চাহিদা সর্বোচ্চ থাকে। তাই এই সময় দাম বাড়াটা অস্বাভাবিক নয়। এই প্রশ্ন অনেকের মনেই ঘুরছে—এখন কিনে নেব, না ধনতেরাসের দিন পর্যন্ত অপেক্ষা করব?

বিশেষজ্ঞদের মতে, সোনার দাম এখনও বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বজায় থাকে। তাই যারা সত্যিই কিনতে চান, তাদের জন্য দেরি না করাই ভালো।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular