ক্রেডিট কার্ড অন ইউপিআই! ফিনটেক খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত নাকরানির

BharatPe co-founder Shashvat Nakrani

মুম্বই, ৭ অক্টোবর ২০২৫: ভারতের ডিজিটাল অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ ভরতপে-র সহ-প্রতিষ্ঠাতা শশ্বত নাকরানি স্পষ্ট জানালেন, খুব শীঘ্রই ক্রেডিট কার্ড অন ইউপিআই এবং ক্রেডিট লাইন অন ইউপিআই পরিষেবা চালু হতে চলেছে। তাঁর দাবি, এই পদক্ষেপ ভারতের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের লেনদেনে এক বিপ্লব আনবে।

ইউপিআই – ভারতীয় মডেল, বিশ্বে প্রশংসিত

নাকরানি এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইউপিআই এই দেশে একেবারে বিপ্লবের রূপ নিয়েছে। আজ উন্নত দেশগুলোও ভারতের এই মডেলকে নিজেদের দেশে প্রয়োগের জন্য গুরুত্ব দিচ্ছে।”

   

তিনি উল্লেখ করেন, এতদিন ইউপিআই লেনদেন মূলত ডেবিট-ভিত্তিক হলেও ভবিষ্যতে ক্রেডিট ট্রান্সাকশন বড় ভূমিকা নেবে। ফলে মানুষ দৈনন্দিন পেমেন্টে সহজেই ক্রেডিট সুবিধা ব্যবহার করতে পারবেন।

ফিনটেক খাতে চ্যালেঞ্জ

তবে ব্যবসার ক্ষেত্রে মাঠপর্যায়ের কার্যক্রম এখনও বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন নাকরানি। তাঁর ভাষায়, “আমাদের ব্যবসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অপারেশনাল। প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করতে হয়। এটি মূলত ডিস্ট্রিবিউশন-ভিত্তিক একটি মডেল।”

তবে রেগুলেটরি পরিবেশের স্পষ্টতা এবং সরকারের ইতিবাচক নীতি তাঁকে আশাবাদী করে তুলেছে।

ফোনপে-মাস্টারকার্ডের উদ্যোগ

ফিনটেক ফেস্টে আরেকটি বড় ঘোষণা আসে PhonePe Payment Gateway ও Mastercard-এর যৌথ উদ্যোগে। তারা একত্রে চালু করেছে ডিভাইস টোকেনাইজেশন সল্যুশন, যা অনলাইন লেনদেনকে আরও নিরাপদ করবে।

এই প্রযুক্তির ফলে ফোনপে পেমেন্ট গেটওয়ের মার্চেন্ট প্ল্যাটফর্মে যুক্ত হবে মাস্টারকার্ডের উন্নত নেটওয়ার্ক টোকেনাইজেশন সুবিধা। এর মাধ্যমে ব্যবসায়ীরা সহজে ও সুরক্ষিতভাবে গ্রাহকদের পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতামত

বিশেষজ্ঞদের মতে, ইউপিআই-তে ক্রেডিট সুবিধা চালু হলে ভারতের ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধি আরও বাড়বে। পাশাপাশি, ফোনপে-মাস্টারকার্ডের নতুন উদ্যোগ সাইবার সুরক্ষা জোরদার করবে এবং অনলাইন বাণিজ্যে গ্রাহকদের আস্থা আরও দৃঢ় করবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন