ডিসেম্বরের শুরুতেই স্বস্তি, কমল এলপিজি গ্যাসের দাম

Commercial LPG Price Cut

ডিসেম্বর মাসের প্রথম দিনেই এলো স্বস্তির খবর। মাসের সূচনাতেই ১০ টাকা কমানো হল এলপিজি সিলিন্ডারের মূল্য। শনিবার, ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের ওঠানামার ভিত্তিতে প্রতি মাসে যেভাবে পর্যালোচনা করা হয়, সেই নিয়মিত মূল্য নির্ধারণের ফলেই এ মাসে মিলল এই ছাড়। দাম কমল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের৷ যদিও বাড়ির রান্না গ্যাসের দাম একই রাখা হয়েছে৷

আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রতিফলন ঘটেছে দেশীয় বাজারেও। এর আগে গত নভেম্বরে ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছিল ৫ টাকা। যদিও অক্টোবরে মূল্য বেড়েছিল ১৬ টাকা, তারও আগে সেপ্টেম্বরে এক ধাক্কায় কমানো হয়েছিল ৫১ টাকা।

   

নতুন দাম কত?

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তথ্যানুযায়ী—

দিল্লি: ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১,৫৮০ টাকা ৫০ পয়সা (আগে ছিল ১,৫৯০ টাকা ৫০ পয়সা)

কলকাতা: দাম কমে হয়েছে ১,৬৮৪ টাকা (আগে ছিল ১,৬৯৪ টাকা)

মুম্বই: নতুন দাম ১,৫৩১ টাকা (আগে ১,৫৪১ টাকা)

চেন্নাই: বাণিজ্যিক সিলিন্ডারের বর্তমান মূল্য ১,৭৩৯ টাকা ৫০ পয়সা

গৃহস্থের সিলিন্ডারের দাম কি কমল? Commercial LPG Price Cut

তবে বাণিজ্যিক সিলিন্ডারের দামে এই সামান্য স্বস্তি মিললেও, গৃহস্থালী ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে—

দিল্লি: ৮৫৩ টাকা

মুম্বই: ৮৫২ টাকা ৫০ পয়সা

অতএব, বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় রেস্তোরাঁ-হোটেলসহ পরিষেবা খাত কিছুটা স্বস্তি পেলেও, সাধারণ পরিবারের রান্নার খরচে এখনও কোনও রেহাই নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন