বাজেটের আগেই স্বস্তি! দাম কমল রান্নার গ্যাসের

নয়াদিল্লি: আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ তার আগে মিলল কিছুটা স্বস্তি৷ দাম কমল রান্নার গ্যাসের। আইওসিএল জানাচ্ছে, এই নিয়ে…

Commercial LPG Cylinders Price Reduced

নয়াদিল্লি: আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ তার আগে মিলল কিছুটা স্বস্তি৷ দাম কমল রান্নার গ্যাসের। আইওসিএল জানাচ্ছে, এই নিয়ে পরপর দু’ মাসে সিলিন্ডারের দাম কমল৷ তবে বাড়ির রান্নার গ্যাস নয়, দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের৷ 

রাজধানী দিল্লিতে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা কমানো হয়েছে৷ দাম কমে হয়েছে ১,৭৯৭ টাকা। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৪ টাকা৷ এবার থেকে গ্যাস সিলিন্ডার কিনতে হলে দিতে হবে ১৯০৭ টাকা। মুম্বই ও চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬.৫ টাকা করে কমে হয়েছে  যথাক্রমে ১৭৪৯.৫০ টাকা এবং ১৯৫৯.৫০ টাকা।

   

হিসাব যা দাঁড়াচ্ছে, তাতে দু’মাস মিলিয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ২০ টাকারও বেশি কমানো হয়েছে। তবে বাড়িতে হেঁশেলে নতুন করে স্বস্তি মেলেনি৷ দাম অপরিবর্তিতই রাখা হয়েছে৷ 

গত দু’মাসে রাজধানী দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১.৫ টাকা করে কমেছে। অন্যদিকে, শহর কলকাতায় ২০ টাকা এবং দক্ষিণী মেট্রো সিটি চেন্নাইতে ২১ টাকা কমেছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম।

তবে বাড়িতে রান্নার গ্যাসের ক্ষেত্রে গত ১১ মাসে দামের কোনও পরিবর্তন দেখা যায়নি৷ ২০২৪ সালের মার্চ মাসে শেষ বার দামের পরিবর্তন হয়েছিল। বর্তমানে বাড়ির রান্নার গ্যাসের দাম কলকাতায় ৮২৯ টাকা, দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।

তেল কোম্পানিগুলি নিয়মিতভাবে আন্তর্জাতিক কাঁচামাল তেলের দামে এবং অন্যান্য প্রভাবক ফ্যাক্টরের ওপর ভিত্তি করে এলপিজি দাম সংশোধন করে থাকে। গত ডিসেম্বর মাসে, তেল কোম্পানিগুলি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬২ টাকা বৃদ্ধি করেছিল। এই মূল্যবৃদ্ধি বিশেষ করে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ছোট ব্যবসাগুলোর ওপর প্রভাব ফেলেছিল৷ এবার দাম কমায় কিছুটা স্বস্তি মিলল৷