আরও বাড়ল গ্যাসের দাম

ফের দাম বাড়ল (gas price) এলপিজি সিলিন্ডারের। ৭ টাকা দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের। ANI জানাচ্ছে, দিল্লিতে এর ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৭৭৩ টাকা থেকে ১৭৮০ টাকা হয়েছে। বাড়িতে এলপিজি ব্যবহৃত ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনও দাম পরিবর্তন হয়নি।

এপ্রিল, মে ও জুন মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। ১লা জুন তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজির দাম ৮৩ টাকা কমিয়েছিল। এর পরে দিল্লিতে এর দাম ১৭৭৩ টাকা হয়ে গিয়েছিল।

   

ঘরে ব্যবহারের জন্য ১৪ কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এর দামের শেষ পরিবর্তনটি ছিল ১লা মার্চ। তখন তা ৫০ টাকা কমানো হয়েছে।

দিল্লিতে বাড়িতে ব্যবহৃত এলপিজির দাম ১১০৩ টাকা। কলকাতায় ১১২৯ টাকা, চেন্নাইতে ১১১৮ টাকা এবং মুম্বাইতে প্রতি সিলিন্ডার ১১১২ টাকায় পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ১৯ কেজি রান্নার গ্যাসের প্রভাব গৃহস্থের উপর পড়ে না। কারণ, এই সিলিন্ডার রেস্তোরাঁ কিংবা হোটেলে ব্যবহার করা হয়। ফলে ১৯ কেজির এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির ফলে হোটেলে খাওয়াদাওয়ারের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন