১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে নিয়ম! ইউনিফাইড পেনশন স্কিম ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: নতুন বছরে বদল আসছে পেনশন পদ্ধতিতে। এবার থেকে ইউনিফায়েড পেনশন স্কিম তালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল পেনশন স্কিমের অধীনেই ইউনিফায়েড পেনশন স্কিম…

centre notifies unified pension scheme

নয়াদিল্লি: নতুন বছরে বদল আসছে পেনশন পদ্ধতিতে। এবার থেকে ইউনিফায়েড পেনশন স্কিম তালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল পেনশন স্কিমের অধীনেই ইউনিফায়েড পেনশন স্কিম বা ইউপিএস অপশন পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আগামী ১ এপ্রিল থেকেই লাগু হবে নয়া নিয়ম৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি জানানো হয়েছে, ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে থাকা সকল সরকারি কর্মচারী এবার থেকে ইউপিএসের সুবিধা উপলব্ধ করবেন৷ (centre notifies unified pension scheme)

২০২৪-এ হয়েছিল ঘোষণা centre notifies unified pension scheme

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করেছিলেন। যা থেকে প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন। এই প্রকল্পের অধীনে ২৫ বছর বা তার বেশি সময় ধরে কর্তব্যরত কর্মচারীরা অবসরের পর বেসিক পে-র ৫০ শতাংশ পাবেন৷

   

এই পেনশন স্কিমের নকশা তৈরি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সংগঠনের সাথে পরামর্শের ভিত্তিতে, এবং এর লক্ষ্য কর্মচারীদের অবসরকালীন সুবিধা সুরক্ষিত করা। নতুন স্কিমের কাঠামো প্রণয়ন করা হয় ২০২৪ সালের আগস্ট মাসে মন্ত্রিসভায় অনুমোদনের পর৷ 

পুরানো পেনশন স্কিমের দাবি ও সমালোচনা

এটি এমন একটি পদক্ষেপ, যা রাজ্যগুলিতে বিরোধী দলগুলির ক্ষমতায় আসার পর পুরানো পেনশন স্কিম (OPS)-এ ফিরে যাওয়ার দাবি সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালের এপ্রিল মাসে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন অর্থসচিব টি.ভি. সোমনাথন, যাতে জাতীয় পেনশন স্কিম (NPS)-এর পুনঃমূল্যায়ন করা হয়।

বর্তমান পেনশন সিস্টেমে পরিবর্তন আনতে এই পদক্ষেপটি সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত।

নয়া নিয়মে ইউপিএসের অধীনে পারিবারিক বা নির্ভরশীল পেনশন বেনেফিটও মিলবে। এক্ষেত্রে সরকারি কর্মীর বেতনের ৬০ শতাংশ পেনশন হিসাবে পাওয়া যাবে। যারা ১০ বছরের বেশি সরকারি চাকরি করবেন, তারা নিশ্চিতভাবে ১০ হাজার টাকা পেনশন পাবেন। যাঁরা ২০০৪ সালের পর অবসর গ্রহণ করেছেন, তাঁরা সকলেই ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধা পাবেন। তবে সরকারি কর্মীরা চাইলে এনপিএস অপশনও বেছে নিতে পারেন৷ 

Business: Unified Pension Scheme (UPS) to be implemented by central govt from April 1. Under National Pension System, central govt employees will get UPS benefits. PM Modi’s 2024 announcement benefits 2.3 million employees.