সরকারী কর্মীদের বেতন বৃদ্ধি ২০২৫: ডিএ বেসিক পে-তে মিশে যেতে পারে

২০২৫ সালের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে—কবে আসছে বেতনের বড় ঘোষণা? কর্মচারী মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে, এবার কি মহার্ঘ…

8th Pay Commission: Will Dearness Allowance Double or Drop for Central Govt Employees?

২০২৫ সালের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে—কবে আসছে বেতনের বড় ঘোষণা? কর্মচারী মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে, এবার কি মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) সরাসরি বেসিক পে-তে যুক্ত হতে চলেছে? সূত্র বলছে, অর্থমন্ত্রক এই নিয়ে একটি প্রাথমিক খসড়া তৈরি করছে, যা আগামী অর্থবর্ষে কার্যকর হতে পারে।

Advertisements
Also Read | ৮ম বেতন কমিশনের অধীনে লিভ ট্রাভেল কনসেশন সুবিধা ও নিয়ম

বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা বছরে দু’বার করে ডিএ পান। মুদ্রাস্ফীতির হারের ভিত্তিতে এই ভাতা নির্ধারণ হয় এবং নিয়মিতই হালনাগাদ করা হয়। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ডিএ বৃদ্ধি পেয়েছিল ৪ শতাংশ, যার ফলে কর্মীদের মোট ডিএ পৌঁছেছে ৫০ শতাংশে। সরকারি নিয়ম অনুযায়ী, ডিএ ৫০ শতাংশ ছাড়ালে সেটি বেসিক বেতনের সঙ্গে একত্রিত করার ব্যবস্থা থাকে। এই নিয়ম আগের কয়েকটি পে কমিশনের সময়ও দেখা গিয়েছে।

বিজ্ঞাপন
8th Pay Commission: Will Central Govt Employees See Big Relief or Modest Raise in 2026?
8th Pay Commission: Will Central Govt Employees See Big Relief or Modest Raise in 2026?

অর্থ মন্ত্রক ও কর্মচারী সংগঠনগুলির আলোচনায় উঠে এসেছে, ২০২৫ সালের মধ্যেই কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ সরাসরি বেসিক পে-তে মিশে যাবে। যদি এই পদক্ষেপ কার্যকর হয়, তবে কর্মচারীদের বেসিক বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং এর সঙ্গে বাড়বে অন্যান্য ভাতা—যেমন HRA (House Rent Allowance), TA (Travel Allowance), Medical Allowance ইত্যাদি। অর্থাৎ, শুধু বেতনই নয়, পেনশনভোগীরাও বাড়তি সুবিধা পাবেন।

এই মুহূর্তে সারা দেশে প্রায় ৪৭ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং প্রায় ৬৮ লক্ষ পেনশনভোগী রয়েছেন। ডিএ বেসিকের সঙ্গে যুক্ত হলে এদের প্রত্যেকের আয় ও আর্থিক সুবিধায় ব্যাপক পরিবর্তন আসবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কর্মীদের জন্য যেমন স্বস্তির, তেমনি সরকারকেও অর্থনৈতিকভাবে বাড়তি চাপ সামলাতে হবে।

Also Read | ৮ম বেতন কমিশনে বড় পরিবর্তনের ইঙ্গিত, বেতন বাড়াবে ফিটমেন্ট ফ্যাক্টর

এখনই কর্মচারী মহলে জল্পনা শুরু হয়েছে যে, এই ঘোষণা কি ৮ম কেন্দ্রীয় বেতন কমিশনের (8th Pay Commission) আগাম প্রস্তুতি? কারণ, ৭ম পে কমিশনের সুপারিশ কার্যকর হয়েছিল ২০১৬ সালে। নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছরে নতুন পে কমিশন গঠন হয়। সেই হিসেবে ২০২৬ সালে ৮ম পে কমিশন গঠন হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এর আগে যদি ডিএ বেসিক পে-তে যুক্ত হয়, তাহলে সেটাই ৮ম পে কমিশনের পথকে অনেকটাই মসৃণ করবে।

সরকারি সূত্র অনুযায়ী, ২০২৫ সালের বাজেট অধিবেশনে এই বিষয়ে বড়সড় ঘোষণা আসতে পারে। যদিও এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের মুদ্রাস্ফীতি ও কর্মচারী সংগঠনের চাপ—দুটিকেই মাথায় রেখে সরকার হয়তো ধাপে ধাপে এই পদক্ষেপ নেবে।

কেন্দ্রীয় কর্মচারীরা আশা করছেন, আগামী মাসেই অর্থ মন্ত্রক ডিএ-কে বেসিক পে-তে একত্রিত করার বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে। কারণ, বর্তমানে ডিএ ৫০ শতাংশ ছাড়িয়েছে, ফলে নিয়ম অনুযায়ী সেটি বেসিক পে-তে মিশে যাওয়া প্রযোজ্য। কর্মচারী সংগঠনগুলোও কেন্দ্রকে চাপে রেখেছে দ্রুত এই প্রক্রিয়া শুরু করার জন্য।

সব মিলিয়ে বলা যায়, কেন্দ্রীয় কর্মীদের জন্য ২০২৫ সালটা হতে চলেছে বিশেষ। ডিএ যদি বেসিক পে-তে যুক্ত হয়, তাহলে শুধু কর্মচারীরাই নয়, পেনশনভোগীরাও ব্যাপকভাবে উপকৃত হবেন। আর এর সঙ্গে সঙ্গে ৮ম পে কমিশনের আগাম ইঙ্গিতও পাওয়া যেতে পারে। এখন কেবল অপেক্ষা—কবে সরকার আনুষ্ঠানিক ঘোষণা করে।