বিশ্ববাজারে MSME ক্ষেত্রকে তুলে ধরতে উদ্যোগী নির্মলা

MSME Sector

নয়াদিল্লি: দেশের ছোট ও মাঝারি শিল্পসংস্থাগুলিকে (MSME) শুধুমাত্র ঘরোয়া বাজারে সীমাবদ্ধ রাখতে চায় না কেন্দ্র । বরং চাওয়া হচ্ছে এই ক্ষেত্রকে বিশ্ববাজারে তুলে ধরতে । বৃহস্পতিবার দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটে পেশ করার সময় তেমন ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

ভারতীয় ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টক্কর দেওয়ার জন্য উপযুক্ত ভাবে গড়ে তুলতে সময়মতো পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলে এ দিন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

   

নির্মলা জানান, বিশ্বের অন্যান্য সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার জন্য এমএসএমই সংস্থাগুলিকে প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া অর্থনৈতিক বৃদ্ধির গতি ত্বরান্বিত করতে নেক্সট- জেনারেশন রিফর্ম বা উন্নত সংস্কার ব্যবস্থার উপর জোর দেওয়া হবে। আগামী পাঁচ বছর সেই ভাবে কাজ করার ইঙ্গিত দিয়েছেন ৷ উপযুক্ত নীতি প্রণয়ন থেকে শুরু করে নরেন্দ্র মোদী সরকারের সংস্কারমুখী কাজের জন্য কেন্দ্রের বর্তমান শাসক দলকেই টানা তিন দফায় ক্ষমতা ধরে রাখতে সহায়তা করবে বলে আশাবাদী নির্মলা।

প্রশিক্ষণ ছাড়া কোনও ক্ষেত্রের বিস্তার হয় না। এমএসএইইও তার ব্যতিক্রম নয়। গত বাজেটেই কেন্দ্র শুরু করে ‘জেড’ এবং ‘লিন’ নামের দুই প্রকল্প । জেড অর্থাৎ জিরো এফেক্ট, জিরো ডিফেক্ট এবং লিন প্রকল্পে সংস্থা পরিচালনার সময়-খরচ কমিয়ে কী ভাবে আয় ও মুনাফা বাড়ানো যায়, তার দিশা দেওয়া হয়েছে। এই দুই প্রকল্প ছোট ও মাঝারি শিল্পক্ষেত্রের পক্ষে ইতিবাচক হয়েছে বলেই মনে করছেন এই শিল্পের সঙ্গে যুক্ত লোকজন৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন