BSNL-এর নতুন রিচার্জ প্ল্যান দিনে 3 জিবি ডেটা দেয়, রয়েছে ফ্রি কলিং, আরও কত কী…

দেশের প্রাইভেট টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের মূল্য বাড়ানোর পর থেকে সরকারি সংস্থা বিএসএনএল-এর (BSNL) জনপ্রিয়তা ক্রমশ বেড়ে চলেছে। এই সময় একমাত্র সরকারি প্রতিষ্ঠানটি গ্রাহকদের সস্তায়…

BSNL-New-Recharge-Plan

দেশের প্রাইভেট টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের মূল্য বাড়ানোর পর থেকে সরকারি সংস্থা বিএসএনএল-এর (BSNL) জনপ্রিয়তা ক্রমশ বেড়ে চলেছে। এই সময় একমাত্র সরকারি প্রতিষ্ঠানটি গ্রাহকদের সস্তায় রিচার্জ প্ল্যান অফার করে চলেছে। যে কারণে বিগত এক-দু’মাসে লক্ষ লক্ষ গ্রাহক বিএসএনএল-এর দিকে ঝুঁকেছে। এবারে টেলিকমের বাজারে আলোড়ন জাগিয়ে গ্রাহকদের জন্য আরও একটি নতুন সস্তার প্ল্যান লঞ্চ করল সংস্থা। 

ইদানিং জিও ও এয়ারটেল-এর মত রাশভারী প্রাইভেট কোম্পানিগুলির সঙ্গে বিএসএনএল-এর সরাসরি তুলনা করা হচ্ছে। কিন্তু একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান লঞ্চ করে প্রতপক্ষদের কার্যত নাস্তানাবুদ করে চলেছে তারা। যে কারণে লাফিয়ে বাড়ছে তাদের গ্রাহকের সংখ্যা। 

   

প্রতিপক্ষদের চাপ বাড়াল BSNL

এবারে বিএসএনএল এমন এক রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে, যা জিও-এয়ারটেল-এর মত কোম্পানিগুলির কপালে ভাঁজের সংখ্যা বৃদ্ধি করেছে। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 3 জিবি করে ডেটা অফার করা হবে। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সেপ্টেম্বরেই বাজারে আসছে BMW-র নতুন ই-স্কুটি, শুরু অগ্রিম বুকিং

বিএসএনএল তাদের 599 টাকার রিচার্জ প্ল্যানে টানা 84 দিনের বৈধতা দিচ্ছে। যদি আপনি দীর্ঘ ভ্যালিডিটি যুক্ত প্ল্যানের খোঁজ করে থাকেন, তবে এটি হতে পারে আপনার জন্য সেরা। এতে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে। এর সঙ্গে রয়েছে ১০০টি ফ্রি এসএমএস। 

এই প্ল্যান আবার অধিক ইন্টারনেট ব্যবহারকারীদের জন্যও আদর্শ। 84 দিনে এতে মোট 252 জিবি ডেটা পাওয়া যায়। অর্থাৎ দিনে 3 জিবি ডেটা পাবেন। ডেইলি ডেটা লিমিট শেষ হওয়ার পর 40 কেবিপিএস স্পিডে নেট সার্ফিং করা যায়।

এখানেই শেষ নয়। বিএসএনএল এর সঙ্গে আরও কিছু সুবিধা অফার করছে। 599 টাকার রিচার্জ প্ল্যানের সঙ্গেই পাওয়া যাচ্ছে একাধিক অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। সেই তালিকায় রয়েছে – Astrotell, Hardy Games, Challenger Arena Games, Zing Music, BSNL tunes, GameOn, Gameium, Lystn Podocast।