BSNL Pay আসছে শীঘ্রই, UPI থেকে সহজ হবে অনলাইন পেমেন্ট

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এবার গ্রাহকদের জন্য নতুন পরিষেবা আনতে চলেছে। সংস্থাটি খুব শিগগিরই চালু করতে যাচ্ছে নিজেদের ইউপিআই (UPI) পেমেন্ট সার্ভিস, যার নাম…

BSNL Pay to Launch Soon

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এবার গ্রাহকদের জন্য নতুন পরিষেবা আনতে চলেছে। সংস্থাটি খুব শিগগিরই চালু করতে যাচ্ছে নিজেদের ইউপিআই (UPI) পেমেন্ট সার্ভিস, যার নাম দেওয়া হয়েছে BSNL Pay। এই পরিষেবাটি BHIM UPI দ্বারা পরিচালিত হবে, যার সাহায্যে ব্যবহারকারীরা আরও সহজে অনলাইন পেমেন্ট করতে পারবেন। টেলিকম টক-এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই বিএসএনএল-এর সেলফকেয়ার অ্যাপে একটি ব্যানার লাইভ হয়েছে যেখানে স্পষ্ট করে জানানো হয়েছে যে শিগগিরই এই ইউপিআই পরিষেবা চালু হতে চলেছে।

BSNL Pay-এর জন্য আলাদা অ্যাপ নয়

বিএসএনএল এই পরিষেবার জন্য আলাদা কোনো অ্যাপ আনছে না। ব্যবহারকারীরা সংস্থার বিদ্যমান BSNL Selfcare App-এর ভেতরেই এই পেমেন্ট সার্ভিস ব্যবহার করতে পারবেন। এর ফলে গ্রাহকদের আর আলাদা করে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। যদিও এখনো অফিসিয়ালি লঞ্চ তারিখ ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে সংস্থাটি দীপাবলির সময় এই পরিষেবাটি চালু করতে পারে।

   

শুধু পেমেন্ট নয়, আরও অনেক সুবিধা

টেলিকম রিপোর্টে জানানো হয়েছে, বিএসএনএল সেলফকেয়ার অ্যাপকে আরও কার্যকর করার পরিকল্পনা করেছে। ইউপিআই পেমেন্ট ছাড়াও গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, ল্যান্ডলাইন সার্ভিস এবং এমনকি ফাইবার সার্ভিস বুক করার সুযোগও পাবেন। অর্থাৎ একটি অ্যাপ থেকেই গ্রাহকরা পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজিটাল পরিষেবার অভিজ্ঞতা।

নতুন পরিষেবার পাশাপাশি বিএসএনএল বর্তমানে তাদের ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য দিচ্ছে আকর্ষণীয় অফার। রিপোর্ট অনুযায়ী, সংস্থা এন্ট্রি-লেভেল ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানগুলোকে তিন মাস পর্যন্ত মাসিক ট্যারিফ ডিসকাউন্টসহ অফার করছে। এর মধ্যে প্রথম মাস একেবারে বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। ফলে গ্রাহকরা মোট চার মাস পর্যন্ত বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।

ফাইবার বেসিক ও ফাইবার বেসিক নिও প্ল্যান

এই অফার শুধুমাত্র Fiber Basic এবং Fiber Basic Neo প্ল্যানের ক্ষেত্রেই প্রযোজ্য।

Advertisements

Fiber Basic Plan (৪৪৯) – এই প্ল্যানটি তিন মাস পর্যন্ত প্রতি মাসে ১০০ টাকা ছাড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ডিসকাউন্টের পর মাসিক চার্জ হবে ৩৯৯ টাকা। এতে ব্যবহারকারীরা পাবেন সর্বোচ্চ 60Mbps ইন্টারনেট স্পিড এবং আনলিমিটেড কলিং সুবিধা।

Fiber Basic Neo Plan (৪৪৯) – এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ৫০ টাকা ছাড়, যার ফলে এটি মাত্র ৩৯৯ টাকায় সাবস্ক্রাইব করা যাবে। এখানে ৩৩০০জিবি ডেটার সুবিধা দেওয়া হচ্ছে।

এই অফারটি সার্কেল অনুযায়ী দেওয়া হচ্ছে, তাই গ্রাহকরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের অঞ্চলে এই অফার প্রযোজ্য কিনা তা চেক করতে পারবেন। অফারের মেয়াদ রাখা হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সব মিলিয়ে বিএসএনএল এবার গ্রাহক অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে প্রস্তুত। একদিকে BSNL Pay ইউপিআই পরিষেবার মাধ্যমে অনলাইন লেনদেন হবে আরও সহজ ও দ্রুত, অন্যদিকে ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য নতুন অফার সংস্থার জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে। দীপাবলির সময় BSNL Pay লঞ্চ হলে তা নিঃসন্দেহে ডিজিটাল পেমেন্ট ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে ধরা হবে।