তুমি করলে আমিও করব এরকমই নীতিতে আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধে নামল (Brazil) ব্রাজিলের বামপন্থী সরকার। উল্লেখ্য দক্ষিণ আমেরিকার সবথেকে বড় এই দেশের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা বামপন্থী। তার দল ওয়ার্কাস পার্টি ক্ষমতাসীন। গত জাতীয় নির্বাচনে দেশটির তৎকালীন আমেরিকা ঘনিষ্ঠ প্রেসিডেন্ট বলসোনারো পরাজিত হন।
দ্য গার্ডিয়ান সংবাদপত্র জানিয়েছে, ব্রাজিলের পণ্য রপ্তানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। তিনি জানিয়ে দিয়েছেন, মার্কিন পণ্যের ওপরও একই পরিমাণ শুল্ক আরোপ করা হবে। এর ফলে বড় ধরণের বাণিজ্য যুদ্ধ।
আমেরিকার ( মার্কিন যুক্তরাষ্ট্র) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বুধবারের এক চিঠিতে ট্রাম্প লুলাকে লিখেছেন, যদি কোনো কারণে আপনারা আপনাদের শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে আপনারা যে সংখ্যা বেছে নেবেন, তা আমাদের ৫০ শতাংশের সঙ্গে যুক্ত হবে।
ট্রাম্পের হুঁশিয়ারির পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আমেরিকার বাণিজ্যে ৫০ শতাংশ শুল্ক ধার্য করবেন বলে পাল্টা হুঁশিয়ারি দেন। প্রেসিডেন্ট লুলা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তার সরকার কীভাবে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের হুমকি মোকাবিলা করবে সে বিষয়ে আলোচনা হয়েছে। লুলার চিফ অব স্টাফের কার্যালয় জানিয়েছে, কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে তা সিদ্ধান্ত নিতে একটি পর্যালচানা কমিতি গঠন করা হবে।