পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে শিল্প ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হিন্দমোটরের জমিতে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস ও মেট্রো রেলের কোচ তৈরির কারখানা গড়ে তোলার জন্য টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড-কে জমি লিজে দেওয়া হবে।
জানা যাচ্ছে, উত্তরপাড়ার কোতরং ও ভদ্রকালী মৌজার ৪০.০০৯ একর জমি ৯৯ বছরের জন্য লিজে দেবে রাজ্য। ওই জমিতে কোচ তৈরির কারখানার সম্প্রসারণ ঘটাবে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (পূর্বতন টিটাগড় ওয়াগন)। এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনই হুগলি শিল্পাঞ্চলের পুরনো মর্যাদাও ফিরে আসবে বলে মনে করছে প্রশাসন। কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবেই বন্দে ভারত ট্রেনের কোচ তৈরির এই প্রকল্প রাজ্যের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, এদিন মন্ত্রিসভায় বালাসোর ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের ২ জুনের ওই দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারকে সাহায্য করতে ‘বিশেষ সংস্থান’ প্রকল্পের আওতায় তাঁদের নিকটাত্মীয়দের হোমগার্ড ভলান্টিয়ার হিসেবে নাম নথিভুক্ত করার প্রস্তাব পেশ করা হয়েছে।
এছাড়া, কলকাতা পুরসভার নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষা সংক্রান্ত পরিষেবা সহজতর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও মান্য পেনশন প্রকল্পের (OAP, WP এবং Manabik) নিয়মে সংশোধন এনে, ওই তিনটি প্রকল্পের আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ ও অনুমোদনের দায়িত্ব কলকাতা পুরসভার কমিশনারের হাতে দেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। সরকারের মতে, এর ফলে শহরবাসী দ্রুত এই পরিষেবাগুলি পেতে সুবিধা পাবেন।