Bajaj Pulsar-এর ‘হ্যাটট্রিক অফার’, মিলছে অতিরিক্ত ৫০% ফিন্যান্সিং সাপোর্ট

ভারতের মোটরসাইকেল বাজারে উৎসবের মরশুম মানেই নানা ধরণের অফার ও ছাড়। এবারে বাজাজ অটো নিয়ে এল এক অভিনব অফার, যা পালসার (Bajaj Pulsar) মোটরসাইকেলের ক্রেতাদের…

Bajaj Pulsar Hattrick Offer

ভারতের মোটরসাইকেল বাজারে উৎসবের মরশুম মানেই নানা ধরণের অফার ও ছাড়। এবারে বাজাজ অটো নিয়ে এল এক অভিনব অফার, যা পালসার (Bajaj Pulsar) মোটরসাইকেলের ক্রেতাদের উৎসবের মেজাজকে আরও চনমনে করে তুলবে। সরকারের ৩৫০ সিসি-র নিচের বাইকে জিএসটি কমানোর সিদ্ধান্ত এর ফলে বাইকের দাম অনেকটাই কমেছে। এর পাশাপাশি বাজাজ অটো গ্রাহকদের জন্য ঘোষণা করেছে নতুন ‘হ্যাটট্রিক অফার’, যেখানে মিলবে অতিরিক্ত আর্থিক সহায়তা।

Bajaj Pulsar-এর হ্যাটট্রিক অফারে কী কী থাকছে

বাজাজ অটো-র এই নতুন অফারে গ্রাহকরা একসঙ্গে তিনটি সুবিধা পাচ্ছেন। প্রথমত, জিএসটি কমানোর ফলে বাইকের দাম সরাসরি কমে যাবে। দ্বিতীয়ত, বাইক কেনার সময় জিরো প্রসেসিং চার্জ, অর্থাৎ অতিরিক্ত কোনো প্রসেসিং ফি দিতে হবে না। তৃতীয়ত, এর সঙ্গে থাকছে কমপ্রিহেনসিভ ইন্স্যুরেন্স কভারেজ, যা আলাদা করে ইন্স্যুরেন্সের খরচ থেকে ক্রেতাদের মুক্তি দেবে। ফলে নতুন বাইক কেনার সময় গ্রাহকদের উপর কোনো অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না।

   

অফারের মাধ্যমে গ্রাহকরা আসলে কতটা লাভবান হচ্ছেন, তার একটি স্পষ্ট ছবি দিয়েছে বাজাজ। দিল্লিতে উদাহরণস্বরূপ, পালসার NS125 ABS কেনার ক্ষেত্রে গ্রাহকরা পাচ্ছেন মোট ₹১২,২০৬-এর সুবিধা। অন্যদিকে, পালসার N160 USD-র ক্ষেত্রে সুবিধা দাঁড়াচ্ছে প্রায় ₹১৫,৭৫৯। এই অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত থাকছে ট্যাক্স কমানো, প্রসেসিং চার্জ মওকুফ এবং ইন্স্যুরেন্স কভারেজের খরচ। অর্থাৎ জিএসটি ছাড়ের পাশাপাশি বাজাজ দিয়েছে আরও ৫০ শতাংশ অতিরিক্ত ফিনান্সিং সাপোর্ট, যা ক্রেতাদের জন্য কার্যত দারুণ লাভজনক।

এই অফারের সঙ্গে সমান্তরালে বাজাজ লঞ্চ করেছে নতুন ক্যাম্পেইন – “দুনিয়া দেখতি হ্যায়, তু দিখা”। এই ক্যাম্পেইন বিশেষ করে তরুণ রাইডারদের উদ্দেশে তৈরি, যারা নিজেদের আলাদা করে তুলে ধরতে চান। বাজাজ এখানে আবেগ আর বাস্তব দু’দিককেই একসঙ্গে যুক্ত করেছে। একদিকে রয়েছে স্টাইল ও ব্যক্তিত্বের বার্তা, অন্যদিকে রয়েছে বাস্তবিক আর্থিক সুবিধা।

সারাদেশে প্রযোজ্য অফার

Advertisements

বাজাজ অটো জানিয়েছে, হ্যাটট্রিক অফার সম্পূর্ণ পালসার রেঞ্জে প্রযোজ্য হবে এবং এটি সারাদেশে উপলব্ধ। নবরাত্রি হোক গুজরাতে, দুর্গাপুজো পশ্চিমবঙ্গে কিংবা দশেরা কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে – দেশের যেকোনো উৎসবের সময়ে ক্রেতারা এই অফারের সুবিধা নিতে পারবেন।

উৎসবের সময়ে অনেক পরিবার বড় কেনাকাটার পরিকল্পনা করে থাকে। ঠিক সেই সময় বাজাজ পালসার-এর এই অফার গ্রাহকদের খরচ কমিয়ে এনে দিয়েছে বিশাল সেভিংসের সুযোগ। ট্যাক্স ছাড়, জিরো প্রসেসিং ফি এবং ফ্রি ইন্স্যুরেন্স – এই তিনটি সুবিধার ফলে পালসার এখন আরও আকর্ষণীয় পছন্দ হয়ে উঠেছে।

উৎসব মানেই আনন্দ আর নতুন কিছু কেনার উচ্ছ্বাস। বাজাজ অটো সেই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এই বিশেষ ‘হ্যাটট্রিক অফার’-এর মাধ্যমে। ক্রেতারা এখন কম খরচে, আরও বেশি সুবিধা নিয়ে নিজেদের পছন্দের পালসার বাইক ঘরে তুলতে পারবেন। বলা যেতে পারে, এবারের উৎসবে বাজাজের পালসারই (Bajaj Pulsar) হতে পারে সেরা কেনাকাটার সিদ্ধান্ত।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News