HomeBusinessAutomobile Newsফুল চার্জে দেবে 100 কিমি রেঞ্জ, সস্তায় ‘পুষ্টিকর’ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল

ফুল চার্জে দেবে 100 কিমি রেঞ্জ, সস্তায় ‘পুষ্টিকর’ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল

- Advertisement -

সস্তায় ইলেকট্রিক স্কুটার কিনতে চান? পুজোর আগে বাজারে এল একটি দারুণ মডেল। নাম – Zelio Mystery। দাম রাখা হয়েছে ৮২,০০০ টাকা (এক্স-শোরুম)। নিত্যদিন চলাফেরার জন্য এটি আদর্শ। মোট চারটি কালার স্কিমে অফার করা হয়েছে এই ই-স্কুটার – রেড, গ্রে, ব্ল্যাক এবং সি গ্রিন।

Mystery-তে দেওয়া হয়েছে একটি ৭২ ভোল্ট ও ২৯ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। একটি ৭২ ভোল্ট মোটরে ছুটবে এটি। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম হবে। আবার ফুল চার্জে ১০০ কিলোমিটার পথ চলবে বলে দাবি করা হয়েছে। 

   

১২০ কেজি ওজনের এই Zelio Mystery ইলেকট্রিক স্কুটার ১৮০ কেজি সর্বোচ্চ ওজন বহন করতে পারবে। হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, এর সামনে ও পেছনে উপস্থিত হাইড্রলিক শক অ্যাবজর্বার এবং কম্বি ব্রেকিং সিস্টেম এবং অ্যান্টি থেফ্ট অ্যালার্ম। আবার ফিচারের প্রসঙ্গে বললে, এতে দেওয়া হয়েছে রিভার্স গিয়ার, পার্কিং সুইচ, অটো রিপেয়ার সুইচ এবং মোবাইল চার্জ করার জন্য ইউএসবি চার্জিং। 

ভারতে লঞ্চের জন্য ‘লাইম লাইটে’ Yamaha XSR 155, কেমন হবে এই বাইক?

প্রসঙ্গত, বর্তমানে কোম্পানি (Zelio) তাদের একটি হাই-স্পিড কার্গো স্কুটার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এর প্রধান কারণ ক্রেতারা আজকাল ইলেরট্রিক টু হুইলারেও বেশি গতি চাইছেন। সংস্থা সূত্রে খবর, এই কার্গো মডেলটি প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার গতি তুলতে সক্ষম হবে। এটি ১৫০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে। জানিয়ে রাখি, এদেশে বর্তমানে সংস্থার ২৫৬টি ডিলারশিপ রয়েছে। ২০২৫-এর মার্চের মধ্যে তা বাড়িয়ে ৪০০ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular