চার আকর্ষণীয় রঙে কিনুন Yamaha XSR155 নিও-রেট্রো বাইক

Yamaha XSR155

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে Yamaha সম্প্রতি ভারতে লঞ্চ তাদের বহু প্রতীক্ষিত মোটরসাইকেল Yamaha XSR155। নিও-রেট্রো ডিজাইনের এই বাইকটি ১৫০ সিসি সেগমেন্টে ইয়ামাহার এক নতুন অধ্যায় শুরু করল। এক্স-শোরুম দিল্লি অনুযায়ী এই বাইকের দাম ১.৫০ লক্ষ টাকা, যা ব্র্যান্ডের MT-15 ও R15-এর তুলনায় আরও সাশ্রয়ী। ডিজাইনে ক্লাসিক স্টাইলের সঙ্গে আধুনিক পারফরম্যান্সের মিশেল এই বাইকটিকে নিও-রেট্রো প্রেমীদের জন্য এক অনন্য বিকল্প করে তুলেছে।

Advertisements

Yamaha XSR155: চারটি মনমুগ্ধকর রঙের বিকল্প

XSR155 বাজারে এসেছে চারটি রঙের অপশনে – মেটালিক গ্রে, ভিভিড রেড, গ্রেয়িশ গ্রিন মেটালিক এবং মেটালিক ব্লু। প্রতিটি রঙই ভিন্ন শোভা ফুটিয়ে তোলে। মেটালিক গ্রে রঙটি বাইকটিকে দিয়েছে ক্লাসি লুক, যা শহুরে রাইডারদের জন্য আদর্শ। ভিভিড রেড মডেলটি উজ্জ্বল ও তরুণ প্রজন্মের মন জয় করার মতো, যা XSR-এর স্পোর্টি সাইডকে আরও প্রকট করে। আবার গ্রেয়িশ গ্রিন মেটালিক রঙটি বাইকে এনেছে এক রাগেড ও ওল্ড-স্কুল ফিল, আর মেটালিক ব্লু ভ্যারিয়েন্টটি ডিজাইনের মাধ্যমে ক্লাসিক ও আধুনিকতার মধ্যে নিখুঁত ভারসাম্য রক্ষা করেছে।

   

ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকে ব্যবহৃত হয়েছে ইয়ামাহার পরিচিত ১৫৫ সিসি লিকুইড-কুল্ড সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যাতে রয়েছে ভ্যারিয়েবল ভাল্ভ অ্যাকচুয়েশন (VVA) প্রযুক্তি। এটি সর্বোচ্চ ১৮.১ বিএইচপি পাওয়ার ও ১৪.২ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটির সঙ্গে যুক্ত রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স, যা অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ দ্বারা নিয়ন্ত্রিত — ফলে গিয়ার পরিবর্তনের সময় রাইড আরও মসৃণ ও নিরাপদ হয়।

ইয়ামাহা এক্সএসআর155-এর চেসিসে ব্যবহার করা হয়েছে ব্র্যান্ডের বিখ্যাত ডেল্টাবক্স ফ্রেম, যা বাইকটিকে দিয়েছে শক্তিশালী ও স্থিতিশীল কাঠামো। সাসপেনশনের দায়িত্বে রয়েছে আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্কস ও লিঙ্কড মনোশক রিয়ার সাসপেনশন, যা শহর ও হাইওয়ে উভয় জায়গায় আরামদায়ক রাইড নিশ্চিত করে। নিরাপত্তার ক্ষেত্রে এই বাইকে রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যা ভেজা বা খারাপ রাস্তায়ও রাইডারকে বাড়তি আত্মবিশ্বাস দেয়। সামনে ও পেছনে উভয় চাকার জন্যই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।

Advertisements

এই বাইকটির কার্ব ওজন মাত্র ১৩৭ কেজি, যা হালকা ও সহজ নিয়ন্ত্রণযোগ্য করে তুলেছে। ৮১০ মিলিমিটার সিট হাইট থাকায় বিভিন্ন উচ্চতার রাইডাররাও সহজেই এটি চালাতে পারবেন। এর নিও-রেট্রো ডিজাইন ও কম্প্যাক্ট প্রোফাইল শহুরে ট্রাফিকের মধ্যেও আরামদায়ক রাইডিংয়ের অভিজ্ঞতা দেয়।

সব মিলিয়ে, Yamaha XSR155 শুধুমাত্র একটি মোটরসাইকেল নয়, এটি এক নান্দনিক অভিজ্ঞতা, যেখানে রেট্রো স্টাইল, আধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম পারফরম্যান্স একসাথে মিশে গেছে। যারা স্টাইল ও পারফরম্যান্স দুটোকেই সমান গুরুত্ব দেন, তাদের জন্য এই বাইকটি হতে পারে নিঃসন্দেহে এক পারফেক্ট চয়েস।