Yamaha XSR 155 নিয়ে বড় আপডেট, ভারতীয় ক্রেতাদের জন্য সুখবর

Yamaha XSR 155

ভারতে অবশেষে শুরু হয়েছে Yamaha XSR 155-এর ডেলিভারি, যা নিয়ে গত কয়েক বছর ধরেই বাইকপ্রেমীদের মধ্যে প্রচুর উত্তেজনা দেখা যাচ্ছিল। দেশের বিভিন্ন নির্বাচিত অঞ্চলের ডিলারশিপে ইতিমধ্যেই বাইকটি পৌঁছতে শুরু করেছে এবং ক্রেতারা ডেলিভারি নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। Yamaha মোটরসাইকেলটি এক্স-শোরুমে 1.50 Lakh টাকা মূল্যে বাজারে আনে এবং এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Royal Enfield Hunter 350 এবং TVS Ronin-এর মতো জনপ্রিয় নিও-রেট্রো রোডস্টার বাইকের সঙ্গে। ভারতীয় বাজারে এর আগমনকে অনেকেই দীর্ঘ প্রতীক্ষার অবসান বলে মনে করছেন।

Advertisements

Yamaha XSR 155: ডিজাইন ও আধুনিক ফিচার

R15 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি ইয়ামাহা এক্সএসআর 155 বিশ্ববাজারে 2019 সালে আত্মপ্রকাশের পর থেকেই জনপ্রিয় হয়ে ওঠে। এর আকর্ষণীয় নিও-রেট্রো ডিজাইন, গোল LED হেডল্যাম্প, LED টেললাইট এবং ক্লাসিক লুক অনেক রাইডারের কাছে এটি বিশেষ হয়ে উঠেছে। বাইকটিতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে, যা বিভিন্ন রাইডিং ডেটা স্পষ্টভাবে দেখায়। ব্লুটুথ কানেক্টিভিটি সুবিধা থাকায় স্মার্টফোন ইন্টিগ্রেশন আরও সহজ হয়েছে। এছাড়া অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ প্রযুক্তি গিয়ার বদলানোকে আরও মসৃণ করে এবং রাইডিংয়ের সময় অতিরিক্ত নিরাপত্তা দেয়। ডুয়াল-চ্যানেল ABS অন্তর্ভুক্ত থাকায় বেশি গতিতেও ব্রেকিং সিস্টেম নিয়ন্ত্রিত ও স্থিতিশীল থাকে, যা যেকোনো রাস্তায় আরও সুরক্ষিত অভিজ্ঞতা নিশ্চিত করে।

   

ইঞ্জিন ও পারফরম্যান্স

ইয়ামাহা এক্সএসআর 155-এ ব্যবহার করা হয়েছে 155cc লিকুইড-কুল্ড সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা Variable Valve Actuation (VVA) প্রযুক্তির সঙ্গে আসে। এই ইঞ্জিন 18.1 বিএইচপি পাওয়ার ও 14.2 এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। 6-স্পিড গিয়ারবক্স যুক্ত থাকায় শহরের মধ্যে কিংবা হাইওয়েতে—দুই ক্ষেত্রেই রাইডিং অভিজ্ঞতা হয় বেশি নিয়ন্ত্রিত ও আরামদায়ক। VVA প্রযুক্তি কম আরপিএম এবং বেশি আরপিএম—দুই পরিস্থিতিতেই ইঞ্জিনকে দক্ষ রাখে, ফলে বাইকটি একই সঙ্গে ফুয়েল-এফিশিয়েন্ট এবং পারফরম্যান্স-ওরিয়েন্টেড।

চেসিস, সাসপেনশন ও রাইডিং কমফোর্ট

বাইকটির Deltabox ফ্রেম Yamaha-র বড় ইউএসপি। এটি রাইডারকে বাড়তি স্টেবিলিটি ও কন্ট্রোল প্রদান করে। সামনে ইউএসডি (Upside-Down) ফর্ক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন যুক্ত হওয়ায় খারাপ রাস্তার গর্ত বা স্পিডব্রেকারেও রাইডিং অভিজ্ঞতা থাকে আরামদায়ক। ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে এই সাসপেনশন সেটআপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Advertisements

নিরাপত্তার জন্য ইয়ামাহা এক্সএসআর 155-এ দেওয়া হয়েছে সামনের ও পিছনের ডিস্ক ব্রেক, যা ডুয়াল-চ্যানেল ABS-এর সঙ্গে মিলিয়ে ব্রেকিং সিস্টেমকে আরও শক্তিশালী করে। এতে 17-inch অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার রয়েছে, যা বিভিন্ন রাইডিং কন্ডিশনে উন্নত গ্রিপ ও কন্ট্রোল প্রদান করে। দীর্ঘ রাইড, শহরের জট বা অফবিট রাস্তায়—সব ক্ষেত্রেই টায়ারের পারফরম্যান্স যথেষ্ট প্রশংসনীয়।

Yamaha XSR 155-এর দীর্ঘ প্রতীক্ষিত আগমন ইতিমধ্যেই বাইক-দুনিয়ায় সাড়া ফেলেছে। দামের দিক থেকে Hunter 350 বা Ronin-এর তুলনায় কিছুটা বেশি হলেও ব্র্যান্ড ভ্যালু, প্রিমিয়াম বিল্ড এবং আধুনিক ফিচারের কারণে এই বাইকটি ভারতের নিও-রেট্রো সেগমেন্টে বড়সড় গ্রহণযোগ্যতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।