টু হুইলার কেনার এখনই মোক্ষম সুযোগ, দীপাবলি উপলক্ষ্যে Yamaha দিচ্ছে ফেস্টিভ অফার

সামনেই দীপাবলি। আলোর উৎসবে টু হুইলারের কেনাকাটা বাড়িয়ে নিতে এবার ময়দানে নামল ইয়ামাহা মোটর (Yamaha Motor)। এদেশে বিক্রিত একগুচ্ছ মোটরবাইক ও স্কুটারে অফারের ঘোষণা করল…

Yamaha-announced-festive-Offer

সামনেই দীপাবলি। আলোর উৎসবে টু হুইলারের কেনাকাটা বাড়িয়ে নিতে এবার ময়দানে নামল ইয়ামাহা মোটর (Yamaha Motor)। এদেশে বিক্রিত একগুচ্ছ মোটরবাইক ও স্কুটারে অফারের ঘোষণা করল সংস্থা। যার মধ্যে রয়েছে FZ সিরিজ, Fascino এবং RayZR। কোম্পানি তাদের এই অফারের মেয়াদ কতদিন, তা ঘোষণা করেনি। সীমিত সময়ের জন্য এই অফার বৈধ থাকবে বলে অনুমান করা হচ্ছে। 

Yamaha জানিয়েছে, FZ-S Fi Ver 4.0, FZ-S Fi Ver 3.0 এবং FZ Fi কিনলে এখন ৭,০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আবার ৭,৯৯৯ টাকার ডাউনপেমেন্ট করেই বাড়ি আনা যাবে মডেলগুলি। আবার Fascino 125 Fi Hybrid এবং RayZR 125 Fi Hybrid-এর ক্ষেত্রে ক্যাশব্যাকের পরিমাণ ৪,০০০ টাকা এবং ২,৯৯৯ টাকার সর্বনিম্ন ডাউনপেমেন্টে কেনা যাবে। 

   

বুলেট এবার 650cc ইঞ্জিন পাচ্ছে, বাইকটির বিশেষত্ব কী

এদিকে YZF-R3, MT-03, YZF-R15M, YZF-R15 V4, YZF-R15S V3, MT-15 V2 এবং Aerox 155-কে ডিসকাউন্টের তালিকা থেকে বাদ রাখা হয়েছে। 

2025 Yamaha R3 বিশ্ববাজারে লঞ্চ হয়েছে

সম্প্রতি বিশ্ববাজারে Yamaha তাদের আপডেট ভার্সনের R3 লঞ্চ করেছে। আগের চাইতে এটি দর্শনের দিক থেকে অধিক আগ্রাসী। পেছনের অংশেও সামান্য আপডেট দেওয়া হয়েছে। সবমিলিয়ে এখন বাইকটির থেকে চোখ ফেরানো মুশকিল। 

TVS এই জনপ্রিয় টু হুইলার ইলেকট্রিক অবতারে আনছে, লঞ্চ কবে দেখুন

Yamaha R3-র নয়া ভার্সনে রয়েছে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ, একটি নতুন এলসিডি ইনস্ট্রুমেন্ট প্যানেল যা ব্লুটুথ সংযোগ সমর্থন করে। জানিয়ে রাখি, ভারতীয় বাজারে বিক্রিত অধিক সাশ্রয়ী ইয়ামাহা R15-এ ইতিমধ্যে এই বৈশিষ্ট্যটি অন্তর্ভুক্ত রয়েছে।