ভারতে Yamaha আনছে নতুন এন্ট্রি লেভেল বাইক, তালিকায় কোন মডেল?

Yamaha upcoming bikes

ভারতের টু-হুইলার মার্কেটে নতুন করে উচ্ছ্বাস তৈরি করতে প্রস্তুত Yamaha। জাপানি এই দুই চাকার গাড়ি নির্মাতা সংস্থা ইতিমধ্যেই দেশের মধ্যে ১৫৫ সিসি ইঞ্জিন-ভিত্তিক মডেল যেমন R15, MT15 এবং Aerox 155 দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। এবার সেই একই ইঞ্জিন ব্যবহার করে আরও কিছু নতুন বাইক এবং স্কুটার আনার পরিকল্পনা করছে কোম্পানি। সাম্প্রতিক প্রতিবেদনে জানা গিয়েছে, সংস্থা ভারতীয় বাজারে বেশ কিছু নতুন এন্ট্রি লেভেল বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে, যা আগামী কয়েক মাসে একের পর এক আত্মপ্রকাশ করবে।

Advertisements

Yamaha XSR155

সবচেয়ে আলোচিত মডেলগুলির মধ্যে একটি হচ্ছে Yamaha XSR155। এটি একটি রেট্রো স্টাইলের মোটরসাইকেল, যেখানে ক্লাসিক রাউন্ড হেডল্যাম্প, বেন্চ টাইপ সিট এবং প্রিমিয়াম ফিনিশিং থাকবে। Yamaha-র মতে, এই বাইকটি ভারতের বাজারে তাদের আগের FZ-X মডেলের মতোই জনপ্রিয়তা অর্জন করবে, বরং আরও বেশি সাফল্য এনে দিতে পারে। XSR155-এ থাকবে ১৫৫ সিসি লিকুইড কুলড ইঞ্জিন, যা R15 এবং MT15-এর মতোই শক্তিশালী পারফরম্যান্স দেবে। বাইকটি MT15 এবং R15-এর মাঝামাঝি দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, এই মডেলটি নভেম্বর ২০২৫-এ ভারতে লঞ্চ হতে পারে।

Yamaha WR155

ইয়ামাহা তাদের অফ-রোড মোটরসাইকেল WR155-ও ভারতে টেস্ট করতে দেখা গেছে। এটি Hero Xpulse 210-এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হবে। বাইকটিতে একই ১৫৫ সিসি ইঞ্জিন থাকবে, যা XSR155 এবং MT15 থেকে নেওয়া হবে। তবে এর সিট হাইট ৮৮০ মিলিমিটার, যা কিছু রাইডারের জন্য অস্বস্তিকর হতে পারে। অফ-রোড রাইডিংয়ের জন্য উপযুক্ত সাসপেনশন সেটআপ এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে এটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের পছন্দের তালিকায় স্থান পেতে পারে। WR155 আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Advertisements

Yamaha NMax 155

শুধু বাইক নয়, ইয়ামাহা এবার ভারতের স্কুটার সেগমেন্টেও নতুন মাত্রা আনতে চলেছে। কোম্পানি NMax 155 নামে একটি নতুন ম্যাক্সি স্কুটার লঞ্চের পরিকল্পনা করছে, যা Aerox 155-এর প্ল্যাটফর্মে তৈরি হবে। NMax 155-এও থাকবে একই ১৫৫ সিসি ইঞ্জিন, এবং এটি XSR155-এর সঙ্গে আগামী মাসের ইভেন্টে প্রদর্শিত হতে পারে বলে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গিয়েছে। প্রিমিয়াম ডিজাইন, আরামদায়ক রাইডিং পজিশন এবং আধুনিক ফিচার সহ এটি ভারতে স্কুটার প্রেমীদের কাছে এক আকর্ষণীয় বিকল্প হতে চলেছে।

সব মিলিয়ে ইয়ামাহা-র এই নতুন এন্ট্রি লেভেল লাইনআপ ভারতীয় মোটরসাইকেল মার্কেটে নতুন উদ্দীপনা আনতে চলেছে। একদিকে XSR155 রেট্রো ডিজাইনের মাধ্যমে নস্টালজিক অভিজ্ঞতা দেবে, অন্যদিকে WR155 অ্যাডভেঞ্চারপ্রেমীদের চাহিদা পূরণ করবে, আর NMax 155 প্রিমিয়াম স্কুটার প্রেমীদের আকৃষ্ট করবে। একই ১৫৫ সিসি ইঞ্জিনের মাধ্যমে এই তিনটি মডেল ইয়ামাহা-র ভারতীয় বাজারে শক্ত অবস্থান আরও দৃঢ় করবে বলেই মনে করা হচ্ছে।