পাহাড়-জঙ্গল অনায়াসে পেরোবে, ‘সেরার সেরা’ অ্যাডভেঞ্চার বাইক আনছে ইয়ামাহা

ইদানিং অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের প্রতি ক্রেতাদের ভালোবাসা তীব্র গতিতে বাড়তে দেখা যাচ্ছে। দুর্গম পথ অনায়াসে পাড়ি দেওয়ার নেশাতেই এমন প্রবণতা। সেই সকল রাইডারদের মুখে হাসি ফোটাতে…

yamaha-tenere-700

ইদানিং অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের প্রতি ক্রেতাদের ভালোবাসা তীব্র গতিতে বাড়তে দেখা যাচ্ছে। দুর্গম পথ অনায়াসে পাড়ি দেওয়ার নেশাতেই এমন প্রবণতা। সেই সকল রাইডারদের মুখে হাসি ফোটাতে ইয়ামাহা ইন্ডিয়া (Yamaha India) তাদের বহুল প্রতীক্ষিত বাইক লঞ্চের প্রস্তুতি শুরু করেছে। মডেলটির নাম Yamaha Tenere 700। নাম শুনে অবাক হচ্ছেন? তা হওয়ারই কথা। চলুন এই মোটরসাইকেল সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Yamaha Tenere 700 হচ্ছে অন্যতম সেরা অ্যাডভেঞ্চার বাইক। যেমন দুর্ধর্ষ ডিজাইন, তেমন ভরপুর ফিচার্স রয়েছে এতে। যে কারণে অসংখ্য ভারতীয় রাইডার এই বাইকের আগমনের জন্য পথ চেয়ে রয়েছে। এবারে ক্রেতাদের সেই সাধ পূরণ করতে চলেছে ইয়ামাহা। 

   

একবার তেল ভরালে আর চিন্তা নেই, সুবিশাল ট্যাঙ্ক সহ আসছে BMW-র দুই নতুন বাইক

বর্তমানে ভারতের বাজারে বেশ কিছু অ্যাডভেঞ্চার বাইক বিক্রি হয়। BMW, Ducati ও Triumph-এর মত কোম্পানিগুলি এক্ষেত্রে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। যদিও বাজারে দাম কম রাখার ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয়েছে এদের। ইয়ামাহার ক্ষেত্রেও তার অন্যথা হবে না। যার অন্যতম কারণ বিদেশ থেকে আমদানি করে এদেশে বিক্রি। Yamaha Tenere 700 জাপান থেকে ভারতে আমদানি করে বেচার পরিকল্পনা করছে সংস্থা। বর্তমানে এই বাইক কেবলমাত্র জাপান ও ফ্রান্সে তৈরি হয়। 

প্রসঙ্গত, জাপান থেকে আমদানিকৃত আরও একটি অ্যাডভেঞ্চার বাইক এদেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এটি হচ্ছে Honda XL750 Transalp। মডেলটির বর্তমান দাম ১২.৫ লাখ টাকা (অন-রোড)। তাই ইয়ামাহা তাদের Tenere 700-র মূল্য ১৫ লাখ টাকার কম রাখার চেষ্টা চালাচ্ছে। সব ঠিকঠাক চললে, ২০২৫ এর শেষের দিকে ভারতের বাজারে পা রাখতে পারে এই মোটরসাইকেল।