Yamaha R15M MotoGP এডিশন লঞ্চ হল, কেনার আগে দাম ও ফিচার শুনে নিন

ভারতের বাজারে লঞ্চ হল 2024 Yamaha R15M MotoGP। এদেশে স্পেশাল এডিশন বাইকটির দাম ১.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এই নয়া এডিশন আদতে সংস্থার…

2024-Yamaha-R15M-MotoGP

ভারতের বাজারে লঞ্চ হল 2024 Yamaha R15M MotoGP। এদেশে স্পেশাল এডিশন বাইকটির দাম ১.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এই নয়া এডিশন আদতে সংস্থার Monster Energy Yamaha MotoGP কালার স্কিম। অর্থাৎ বাইকটির কারিগরি ক্ষেত্রে কোনরকম পরিবর্তন ঘটান হয়নি।

জানিয়ে রাখি, Yamaha R15M MotoGP-তে YZR-M1 MotoGP-র সমান পেইন্ট স্কিম ফুটিয়ে তোলা হয়েছে। এর প্রাইমারি কালার হচ্ছে ব্ল্যাক। এরই সঙ্গে সাইড ফেয়ারিংয়ে দেওয়া হয়েছে ব্লু ও সিলভার কালারের নানান নক্সা। 

   

কারিগরির দিক থেকে Yamaha R15-এর অন্যান্য ভ্যারিয়েন্টের মতই Yamaha R15M MotoGP-তে দেওয়া হয়েছে একটি ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে ১০,০০০ আরপিএম গতিতে ১৮ বিএইচপি শক্তি এবং ৭,৫০০ আরপিএম গতিতে ১৪.২ এনএন টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৬-গতির গিয়ারবক্স। 

পুজোর আগে Royal Enfield Bullet 350 কিনুন নতুন রঙে, রাস্তায় সবাই তাকাবে

উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে Yamaha R15M MotoGP-তে দেওয়া হয়েছে ব্লুটিথ কানেক্টিভিটি সহ একটি টিএফটি ডিসপ্লে এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন। প্রসঙ্গত, Yamaha R15M বাইকটি সিলভার কালারে বেছে নেওয়া যায়। আবার সম্প্রতি কার্বন ফাইবার এডিশনে লঞ্চ হয়েছে এটি।