Yamaha Lander 250-র উপর থেকে পর্দা সরল, ভারতে লঞ্চ হবে এই বাইক?

Yamaha Lander 250 ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এর মঞ্চে আত্মপ্রকাশ করল। ইয়ামাহা’র (Yamaha) এই জনপ্রিয় মোটরসাইকেলটি বর্তমানে শুধুমাত্র ব্রাজিলের বাজারে বিক্রি হয়। ইয়ামাহা এখনও ভারতে এর…

Yamaha Lander 250 showcased at Bharat Mobility Expo 2025

Yamaha Lander 250 ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এর মঞ্চে আত্মপ্রকাশ করল। ইয়ামাহা’র (Yamaha) এই জনপ্রিয় মোটরসাইকেলটি বর্তমানে শুধুমাত্র ব্রাজিলের বাজারে বিক্রি হয়। ইয়ামাহা এখনও ভারতে এর লঞ্চ পরিকল্পনা প্রকাশ করেনি। তবে বিশেষজ্ঞদের মতে, সংস্থা প্রথমে ভারতের বাজারের চাহিদা ও প্রতিক্রিয়া পরীক্ষা করে তারপর এই মডেলটি আনতে পারে।

Yamaha Lander 250-র আধুনিক ডিজাইন

ইয়ামাহা ল্যান্ডার ২৫০ একটি ডুয়েল-পারপাস অ্যাডভেঞ্চার বাইক, যা অফ-রোড এবং অন-রোড উভয় ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এতে আধুনিক নকশার সঙ্গে সেন্টার-সেট প্রোজেক্টর এলইডি হেডলাইট উপস্থিত। এছাড়াও লম্বা ফ্রন্ট ফেন্ডার, বড় ফুয়েল ট্যাঙ্ক এক্সটেনশন, সিঙ্গেল-পিস সিট ও আপসোয়েপ্ট এক্সহস্ট বাইকটিকে একটি আগ্রাসী ও অ্যাডভেঞ্চার লুক দিয়েছে।

   

ইঞ্জিনের প্রসঙ্গে বললে, এই বাইক ২৪৯সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা পরিচালিত। যা ২০.৫ বিএইচপি শক্তি ও ২০.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে ফাইভ-স্পিড গিয়ারবক্স রয়েছে, যা একটি ডাবল-ক্র্যাডল ফ্রেমের মধ্যে বসানো হয়েছে।

ল্যান্ডার ২৫০-তে ২২০মিমি ট্র্যাভেলের টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও ২০৪মিমি ট্র্যাভেলের মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যা অফ-রোড রাইডিংয়ের জন্য উপযুক্ত। ব্রেকিং সুরক্ষার জন্য এতে সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম) সংযুক্ত রয়েছে। বাইকটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের মধ্যে এলসিডি ডিসপ্লে রয়েছে, যা স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করে। এর ফলে রাইডাররা নেভিগেশন, কল নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ডিসপ্লেতে দেখতে পারবেন।

Yamaha Lander 250 চারটি রঙে পাওয়া যাবে – ম্যাট গ্রিন, সলিড রেড, ম্যাট গ্রে ও মেটালিক রেড। যদি এটি ভারতে লঞ্চ হয়, তাহলে এক্স-শোরুম মূল্য ১.৯০ লাখ থেকে ২.২০ লাখ টাকার মধ্যে হতে পারে। যদিও ইয়ামাহা এখনও নিশ্চিত করেনি, তবে ল্যান্ডার ২৫০ ভারতে লঞ্চ হলে এটি অ্যাডভেঞ্চার ও অফ-রোড বাইকপ্রেমীদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেতে পারে।