বাজারে এল ইয়ামাহার নতুন বাইক, দাম থেকে ফিচার জানুন সবটা

Yamaha FZ-RAVE Launched

ইয়ামাহা ভারতের বাইকপ্রেমীদের জন্য নিয়ে এলো নতুন চমক—লঞ্চ করল তাদের নতুন স্ট্রিট স্পোর্টস মোটরসাইকেল Yamaha FZ-RAVE। বাইকটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ২১৮ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। নতুন এই মডেলটি মূলত জনপ্রিয় FZ সিরিজের ওপর ভিত্তি করে তৈরি হলেও, এটিকে আরও বেশি সিটি রাইডিং ফোকাসড করা হয়েছে। অর্থাৎ, শহুরে ট্রাফিক ও দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখেই Yamaha FZ-RAVE ডিজাইন ও টিউন করা হয়েছে।

Advertisements

Yamaha FZ-RAVE: আকর্ষণীয় ডিজাইন ও প্রিমিয়াম লুক

Yamaha FZ-RAVE দেখতে আগের মডেলগুলির তুলনায় আরও বেশি ধারালো ও কমপ্যাক্ট। এতে রয়েছে ফুল LED প্রজেক্টর হেডলাইট যার সঙ্গে যুক্ত হয়েছে পজিশন লাইট, ফলে এটি দিন ও রাত দুই সময়েই আধুনিক এবং স্পষ্ট আলোর অভিজ্ঞতা দেয়। বাইকের স্কাল্পটেড ফুয়েল ট্যাংকে স্লিক ভেন্টস দেওয়া হয়েছে, যা ডিজাইনে স্পোর্টি ভাব যোগ করেছে। কমপ্যাক্ট এক্সহস্ট ডিজাইন বাইকের রিয়ার অংশকে দিয়েছে পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ লুক। এছাড়া, সিঙ্গল-পিস সিট এবং ক্রিস্প টেল ল্যাম্প বাইকটির কমিউটার ফ্রেন্ডলি চরিত্রকে আরও জোরদার করেছে।

   

ইঞ্জিন ও পারফরম্যান্স

নতুন Yamaha FZ-RAVE-এ রয়েছে ইয়ামাহার বিশ্বস্ত ১৪৯ সিসি এয়ার-কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা ১২.২ বিএইচপি পাওয়ার উৎপন্ন করে এবং ৫-স্পিড গিয়ারবক্স এর সঙ্গে যুক্ত। ইঞ্জিন টিউনিং এমনভাবে করা হয়েছে যাতে শহুরে ট্রাফিকে সহজ ও মসৃণ পারফরম্যান্স পাওয়া যায়। ইয়ামাহা বলছে, এই ইঞ্জিনটি স্মুথ পুল এবং ক্যাল্ম মিড-রেঞ্জ অফার করে, যার ফলে ঘন ট্রাফিকে ঘন ঘন গিয়ার বদল করতে হয় না। বাইকটির ১৩৬ কেজি কার্ব ওজন এবং ১৭ ইঞ্চি চাকা একে করে তুলেছে চটপটে ও ভারসাম্যপূর্ণ। শহুরে রাস্তায় দিক পরিবর্তন বা হঠাৎ মুভমেন্টের সময় বাইকটি স্থিতিশীল থাকে।

ফিচার ও সুরক্ষা ব্যবস্থা

FZ-RAVE-এ রয়েছে সিঙ্গল-চ্যানেল ABS সিস্টেম যা সামনের ও পেছনের উভয় ডিস্ক ব্রেকের সঙ্গে কাজ করে। এর ফলে খারাপ রাস্তা বা হঠাৎ ব্রেক করার সময় রাইডারের আত্মবিশ্বাস অনেক বাড়বে। বাইকের ১৩ লিটারের ফুয়েল ট্যাংক দীর্ঘ শহুরে যাত্রা এবং ছোট উইকেন্ড রাইডের জন্য পর্যাপ্ত রেঞ্জ প্রদান করে।

Advertisements

Yamaha FZ-RAVE-এর ককপিট ডিজাইন করা হয়েছে সরল ও কার্যকরভাবে। এতে ব্যবহৃত হয়েছে একটি ট্র্যাডিশনাল স্টাইলের LCD ডিসপ্লে, যা রেট্রো-প্রেমী রাইডারদের পছন্দের সঙ্গে মানানসই। সামগ্রিকভাবে বাইকটির রাইডিং পজিশন আরামদায়ক, যা দীর্ঘ সময় রাইড করলেও ক্লান্তি কমায়।

কালার অপশন

নতুন Yamaha FZ-RAVE দুইটি রঙে পাওয়া যাবে — ম্যাট টাইটান এবং মেটালিক ব্ল্যাক। ইয়ামাহা জানিয়েছে, এই বাইকটি মূলত তাদের জন্য তৈরি যারা প্রতিদিনের যাত্রায় স্টাইল ও পারফরম্যান্সের মধ্যে নিখুঁত ভারসাম্য খোঁজেন। প্রসঙ্গত, Yamaha FZ-RAVE নতুন প্রজন্মের শহুরে রাইডারদের জন্য এক আকর্ষণীয় প্যাকেজ—যেখানে রয়েছে আধুনিক ডিজাইন, মসৃণ ইঞ্জিন পারফরম্যান্স এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা, সবই সাশ্রয়ী মূল্যের মধ্যে।