Xiaomi SU7: প্রথম কুড়ি মিনিটেই ৫০ হাজার বিক্রি! টেসলাকে তাড়া করছে শাওমির গাড়ি

টেসলা নাকি শাওমি কোন গাড়ি বিশ্বসেরা?  ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে শাওমি। বৃহস্পতিবার শাওমির গাড়ি (Xiaomi SU7) বাজারে এসেছে। কোম্পানির দাবি,…

Xiaomi SU7

টেসলা নাকি শাওমি কোন গাড়ি বিশ্বসেরা?  ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে শাওমি। বৃহস্পতিবার শাওমির গাড়ি (Xiaomi SU7) বাজারে এসেছে। কোম্পানির দাবি, উন্মোচনের মাত্র ২৭ মিনিটের মধ্যে তারা ৫০ হাজারের বেশি গাড়ির অর্ডার পেয়েছে।

শাওমি দাবি করছে তাদের ২৫ লাখের নতুন গাড়িতে সুপার ইলেকট্রিক মোটর প্রযুক্তি রয়েছে, যেটি টেসলা ও অন্যান্য প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ির চেয়ে বেশি গতি হবে।  শাওমির মোবাইল ব্যবহারকারীরাও এই গাড়িতে বিশেষ সুবিধা পাবেন। আরও এমন কিছু প্রযুক্তি যুক্ত থাকবে যা চিনে আগে দেখা যায়নি।

Advertisements

তবে আরও এক চিনা কোম্পানি বিওয়াইডি ২০২৩ সালের শেষের দিকে টেসলাকে হটিয়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে শীর্ষে উঠে এসেছে। শেষ তিন মাসে রেকর্ড ৫ লাখ ২৫ হাজার ৪০৯টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে কোম্পানি। একই সময়ে টেসলা বিক্রি করেছে ৪ লাখ ৮৪ হাজার ৫০৭টি গাড়ি। ২০২৩ সালে বিশ্বব্যাপী রেকর্ড ৩০ লাখের বেশি গাড়ি বিক্রি করেছে বিওয়াইডি। যেটি ২০২২ সালের তুলনায় ৬২ শতাংশ বেশি বলে জানানো হয়।