Maruti Suzuki Dzire-এর নতুন ভার্সনের জন্য অপেক্ষা করা উচিত হবে কি! না জানলে ঠকবেন

বাজারে এসইউভি গাড়ির চাহিদা তীব্র গতিতে বাড়তে দেখা যাচ্ছে। এহেন পরিস্থিতিতে, ছোট হ্যাচব্যাক এবং সেডান মডেলের বেচাকেনায় খানিক ভাটা চলছে। কিন্তু সেডান গাড়ির বাজারে আজও…

Maruti Suzuki Dzire new version is coming

বাজারে এসইউভি গাড়ির চাহিদা তীব্র গতিতে বাড়তে দেখা যাচ্ছে। এহেন পরিস্থিতিতে, ছোট হ্যাচব্যাক এবং সেডান মডেলের বেচাকেনায় খানিক ভাটা চলছে। কিন্তু সেডান গাড়ির বাজারে আজও বেস্ট সেলিং মডেলের তকমা ধরে রেখেছে Maruti Suzuki Dzire। এখনও পর্যন্ত এটি দেশের বহু মানুষের পথ চলার সঙ্গী হয়েছে। এবারে আরও বেশি সক্ষমতার সঙ্গে গাড়িটির নতুন প্রজন্মের মডেল আনতে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। 

এখন বিষয় হচ্ছে, যদি Dzire কেনার কথা পরিকল্পনা করে থাকেন তবে নতুন মডেলের জন্য অপেক্ষা করা কার্যকর হবে কি না? আগামী ১১ নভেম্বর ভারতের বাজারে পা রাখতে চলেছে নয়া ভার্সনের গাড়িটি। স্টাইলিং সহ কেবিনের ফিচারে বেশ কিছু আপডেট দেওয়া হচ্ছে। চলুন সেগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

   

Maruti Suzuki Dzire 

বর্তমানে Maruti Suzuki Dzire-এর দাম ৬.৫০ লক্ষ টাকা থেকে শুরু করে ৯.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। একাধিক ভ্যারিয়েটে এই গাড়ির বেছে নেওয়া যায় – LXi, VXi, ZXi ও ZXi+। এমনকি ফ্যাক্টরি ফিটেড সিএনজি কিট সহ উপলব্ধ এটি। এই গাড়িতে বর্তমানে ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস চালু রয়েছে। 

Tata Safari থেকে চুপিসারে সরানো হল একাধিক ফিচার্স, দামে নেই কোন পরিবর্তন!

এছাড়া ডিলারশিপের পক্ষ থেকেও বিভিন্ন অফার এবং স্কিম মিলছে। গাড়িটির নতুন মডেল লঞ্চের আগে পুরনো মডেলের স্টক খালি করার উদ্দেশ্যে এই অফার দেওয়া হচ্ছে। নতুন Maruti Suzuki Dzire আরও বেশি ফিচার তারা সজ্জিত হয়ে আসছে। কিন্তু যারা বাজেটের কথা চিন্তা করছেন তাদের জন্য এখনই এই গাড়ি কেনার উপযুক্ত সময়। কারণ এখন এতে লোভনীয় অফার চলছে। 

আসন্ন Dzire-এর দাম ৭-১০ লক্ষ টাকার মধ্যে ধার্য করা হবে বলেই অনুমান। এতে একটি ১.২ লিটার, থ্রি সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের দেখা মিলবে। আবার ১.২ লিটার ফোর সিলিন্ডারেও কেনা যায় গাড়িটি। বাজারে এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে Honda Amaze ও Hyundai Aura।