ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল Volvo EX30। কোম্পানি ঘোষণা করেছে, তাদের এই বিলাসবহুল ইলেকট্রিক এসইউভি মডেলের অগ্রিম বুকিং করা ক্রেতাদের জন্য এক্স-শোরুম প্রাইস রাখা হয়েছে ৩৯.৯৯ লাখ (নতুন জিএসটি সহ)। তবে এই অফার চলবে ১৯ অক্টোবর, ২০২৫ পর্যন্ত। জানিয়ে রাখি, এরপর থেকে গাড়িটির দাম বেড়ে হবে ৪১ লাখ টাকা। সংস্থা আরও জানায়, প্রথম ধাপে ডেলিভারি শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে।
Volvo EX30: স্পেসিফিকেশন
Volvo-র এই বিলাসবহুল গাড়ি হচ্ছে সংস্থার ভারতীয় বাজারে সবচেয়ে সাশ্রয়ী ইলেকট্রিক SUV। এটি স্থানীয়ভাবে সংযোজিত হবে কর্ণাটকের হোসকোটে অবস্থিত কোম্পানির প্ল্যান্টে। ভারতীয় সংস্করণে থাকছে একটি ৬৯ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি প্যাক, যা WLTP স্ট্যান্ডার্ড অনুযায়ী একবার চার্জে সর্বোচ্চ ৪৮০ কিমি রেঞ্জ দেবে। পাওয়ার মিলছে একটি রিয়ার-অ্যাক্সেল ইলেকট্রিক মোটর থেকে, যা উৎপন্ন করে প্রায় ২৬৮ বিএইচপি শক্তি এবং ৩৪৩ এনএম টর্ক। এর ফলে গাড়িটি মাত্র ৫.৩ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা স্পিড তুলতে সক্ষম। টপ স্পিড সীমাবদ্ধ রাখা হয়েছে ১৮০ কিমি/ঘণ্টায়।
চার্জিং ও ওয়ারেন্টি সুবিধা
কোম্পানি এই SUV-এর সঙ্গে দিচ্ছে একটি ১১ কিলোওয়াট ওয়ালবক্স চার্জার, যা দিয়ে ব্যাটারিকে ০ থেকে ১০০ শতাংশ চার্জ করা যাবে প্রায় ৭ ঘণ্টায়। ব্যাটারির জন্য গ্রাহক পাবেন ৮ বছর বা ১,৬০,০০০ কিমি পর্যন্ত ওয়ারেন্টি। গাড়ির ক্ষেত্রেও থাকছে ৩ বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি, সঙ্গে ৩ বছরের Volvo সার্ভিস প্যাকেজ এবং ৩ বছরের রোডসাইড অ্যাসিস্ট্যান্স।
বিলাসিতা ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন
EX30-এর কেবিন সাজানো হয়েছে অত্যাধুনিক ও প্রিমিয়াম ফিচারে। থাকছে ৫ ধরনের অ্যাম্বিয়েন্ট লাইটিং থিম, Harman Kardon সাউন্ড সিস্টেম, এবং একটি বড় ১২.৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, যাতে গুগল-বিল্ট-ইন ফিচার যুক্ত রয়েছে। গাড়িতে থাকবে ৫জি কানেক্টিভিটি এবং ওভার-দ্য-এয়ার (OTA) আপডেট সাপোর্ট। এছাড়াও সুবিধার মধ্যে আছে ফিক্সড প্যানোরামিক সানরুফ, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়ান-পেডাল ড্রাইভ মোড, ওয়্যারলেস চার্জিং, এবং এলইডি হেডল্যাম্পস উইথ অ্যাক্টিভ হাই বিম। আসনের জন্য ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব Nordico আপহোলস্ট্রি, আর চাকা হিসেবে থাকছে ১৮ ইঞ্চির অ্যালয় হুইলস।
দাম ও ফিচারের বিচারে EX30 প্রতিযোগীদের তুলনায় বাজারে বেশ এগিয়ে। এটি সরাসরি টক্কর দেবে Hyundai Ioniq ৫, BYD Sealion ৭, BMW iX1, Kia EV6, MINI Countryman Electric-এর মতো জনপ্রিয় ইলেকট্রিক SUV মডেলের সঙ্গে। তবে প্রাইসিংয়ে EX30 এই সব প্রতিদ্বন্দ্বীদের চেয়ে যথেষ্ট কম দামে বাজারে এসেছে, যা ভারতীয় গ্রাহকদের জন্য এটিকে আরও আকর্ষণীয় বিকল্প করে তুলছে।
সব দিক বিচার করলে বলা যায়, Volvo EX30 ভারতের ইলেকট্রিক SUV সেগমেন্টে একটি শক্তিশালী নতুন বিকল্প হয়ে উঠতে চলেছে। চমকপ্রদ রেঞ্জ, দ্রুত এক্সিলারেশন, আধুনিক প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক দামের কারণে এই গাড়িটি ইলেকট্রিক গাড়িপ্রেমীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হবে। যারা বিলাসিতা, সুরক্ষা এবং পরিবেশবান্ধব ড্রাইভিং একসঙ্গে খুঁজছেন, তাদের জন্য এই গাড়ি নিঃসন্দেহে একটি স্মার্ট চয়েস।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
