১.৩০ লাখে ভারতে লঞ্চ হল VLF Mobster 135, স্কুটারের ডিজাইন আকর্ষণীয়

VLF Mobster 135

ভারতের দুই চাকার বাজারে এবার প্রবেশ করল ইতালিয়ান ব্র্যান্ড VLF। মোটোহাউস, যারা এর আগে ব্রিক্সটন মোটরসাইকেল ভারতের বাজারে এনেছিল, তারাই এবার নিয়ে এল সম্পূর্ণ নতুন স্কুটার— VLF Mobster 135। দেশের বাজারে এই স্কুটারের দাম ধার্য করা হয়েছে ১.৩০ লক্ষ (এক্স-শোরুম)। তরুণ প্রজন্ম এবং পারফরম্যান্সপ্রেমী ক্রেতাদের লক্ষ্য করে তৈরি এই স্কুটারটি ইতিমধ্যেই নজর কাড়ছে।

VLF Mobster 135: ইঞ্জিন ও পারফরম্যান্স

নতুন মোবস্টার ১৩৫ স্কুটারে দেওয়া হয়েছে ১২৫ সিসি লিকুইড-কুল্ড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে পাওয়া যায় প্রায় ১২.১ বিএইচপি পাওয়ার এবং ১১.৭ এনএম টর্ক। এর সঙ্গে রয়েছে সিভিটি গিয়ারবক্স, যা শহরের ভিড় থেকে হাইওয়ে যাত্রা—সব ক্ষেত্রেই মসৃণ রাইডিং অভিজ্ঞতা দিতে সক্ষম। পারফরম্যান্স ও দৈনন্দিন ব্যবহারের মধ্যে ভারসাম্য তৈরি করাই এই স্কুটারের মূল লক্ষ্য।

   

ডিজাইন ও স্টাইল

ডিজাইনের ক্ষেত্রে মোবস্টার ১৩৫ অনুপ্রাণিত হয়েছে ম্যাক্সি-স্কুটারের ধারনা থেকে, তবে তার সঙ্গে জুড়েছে আরও তীক্ষ্ণ ও স্পোর্টি লুক। এতে রয়েছে অল-এলইডি লাইটিং সেটআপ, আক্রমণাত্মক বডি প্যানেল, স্প্লিট-স্টাইল ফুটরেস্ট এবং স্টেপড সিট। স্কুটারটি চলে ১২ ইঞ্চি অ্যালয় হুইলস-এর উপর, যেখানে দেওয়া হয়েছে টিউবলেস টায়ার। সেফটির জন্য সামনের দিকে রয়েছে ডিস্ক ব্রেক এবং সঙ্গে সিবিএস (কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম)।

ফিচার ও টেকনোলজি

আধুনিক ফিচারের দিক থেকেও এই স্কুটার সমৃদ্ধ। এতে থাকছে ৫ ইঞ্চির টিএফটি স্ক্রিন, যেখানে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, কল ও এসএমএস অ্যালার্ট এবং রাইড স্ট্যাটিস্টিক্স দেখা যাবে। সঙ্গে দেওয়া হয়েছে ইউএসবি চার্জিং পোর্ট এবং পর্যাপ্ত আন্ডারসিট স্টোরেজ, যেখানে সহজেই একটি হাফ-ফেস হেলমেট রাখা সম্ভব।

সাসপেনশনের দায়িত্ব সামলাচ্ছে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক ইউনিট। এর ফলে খারাপ রাস্তাতেও আরামদায়ক যাত্রা পাওয়া যাবে। স্কুটারটির কার্ব ওয়েট ১২২ কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ৮ লিটার, যা শহুরে ব্যবহারের জন্য যথেষ্ট কার্যকর।

প্রিমিয়াম স্কুটারের বাজারে মোবস্টার ১৩৫ সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে এপ্রিলিয়ার স্কুটার রেঞ্জ এবং সদ্য লঞ্চ হওয়া টিভিএস এনটর্ক ১৫০-এর সঙ্গে। ডিজাইন, পারফরম্যান্স ও ফিচারের দিক থেকে এই মডেলটি নিঃসন্দেহে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবে।

সব মিলিয়ে, VLF Mobster 135 স্কুটারটি শুধুমাত্র একটি স্টাইলিশ দু’চাকা নয়, বরং একটি পারফরম্যান্স-ওরিয়েন্টেড এবং ফিচার-প্যাকড স্কুটার। ₹১.৩০ লক্ষ দামে এর দেওয়া প্রযুক্তি, সেফটি এবং ডিজাইন নিঃসন্দেহে একে প্রতিযোগিতামূলক বাজারে আলাদা করে তুলবে। ভারতের শহুরে তরুণ রাইডারদের জন্য এটি হতে পারে একদম উপযুক্ত বিকল্প।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন