মাত্র ৪৮ ঘণ্টায় ১,০০০ বুকিং, নজির গড়ল নতুন প্রিমিয়াম স্কুটার

সম্প্রতি লঞ্চ হওয়া VLF Mobster 135 মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ১,০০০ বুকিং পেয়ে সকলকে তাক লাগিয়েছে। এই স্কুটারের প্রাথমিক মূল্য ধার্য করা হয়েছে ১.৩০ লক্ষ…

VLF Mobster 135

সম্প্রতি লঞ্চ হওয়া VLF Mobster 135 মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ১,০০০ বুকিং পেয়ে সকলকে তাক লাগিয়েছে। এই স্কুটারের প্রাথমিক মূল্য ধার্য করা হয়েছে ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম, ইন্ট্রোডাক্টরি প্রাইস), যা প্রথম ২,৫০০ গ্রাহকের জন্য প্রযোজ্য। ইতিমধ্যেই ১,০০০ ইউনিট বুক হয়ে যাওয়ায় এখনও ১,৫০০ ইউনিট এই অফারে পাওয়া যাবে। এর পর মূল্য বেড়ে গিয়ে দাঁড়াবে ১.৩৮ লক্ষ (এক্স-শোরুম)।

Advertisements

VLF Mobster 135: অনন্য ডিজাইন

মবস্টার ১৩৫ সম্পূর্ণ নকডাউন (CKD) কিট আকারে ভারতে এসেছে এবং সংস্থার মহারাষ্ট্রের কোলহাপুর কারখানায় অ্যাসেম্বল করা হচ্ছে। এই স্কুটারটি ডিজাইন করেছেন বিখ্যাত ইতালীয় ডিজাইনার আলেসান্দ্রো তার্তারিনি। এর ডিজাইন অ্যাডভেঞ্চার বাইক (ADV) এবং স্ট্রিটফাইটারের মিশ্রণ, যেখানে রয়েছে একাধিক শার্প প্যানেল, টুইন প্রোজেক্টর হেডল্যাম্প, সম্পূর্ণ এলইডি লাইটিং এবং একটি ফিউচারিস্টিক লুক।

   

পারফরম্যান্স ও ইঞ্জিন স্পেসিফিকেশন

এই প্রিমিয়াম স্কুটারে রয়েছে ১২৫ সিসি লিকুইড-কুলড সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ১২.১ বিএইচপি পাওয়ার এবং ১১.৭ এনএম টর্ক উৎপাদন করে। এর টপ-স্পিড সীমাবদ্ধ করা হয়েছে ১০৫ কিমি/ঘণ্টায়। সাসপেনশনের দায়িত্বে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে গ্যাস-চার্জড শক অ্যাবজরবার। ব্রেকিং সিস্টেমে রয়েছে উভয় চাকার ডিস্ক ব্রেক।

ভারতের মধ্যে একমাত্র ১২৫ সিসি স্কুটার হিসেবে ভিএলএফ মবস্টার ১৩৫–এ রয়েছে সুইচেবল ডুয়াল-চ্যানেল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। এর সঙ্গে ১২ ইঞ্চির অ্যালয় হুইল এবং ডুয়াল-পারপাস টায়ার ব্যবহার করা হয়েছে, যা শহর ও অফ-রোড দুই ক্ষেত্রেই দুর্দান্ত পারফরম্যান্স দিতে সক্ষম।

আধুনিক ফিচার ও টেকনোলজি

ফিচারের দিক থেকে স্কুটারটি অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে। এতে রয়েছে ৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, ইলুমিনেটেড সুইচগিয়ার, কী-লেস ইগনিশন, অটো স্টার্ট/স্টপ সিস্টেম ইত্যাদি। সংস্থা অ্যাক্সেসরিজ হিসেবে একটি ড্যাশক্যাম–ও দিচ্ছে। ভিএলএফ দাবি করছে, মবস্টার ১৩৫ প্রতি লিটার পেট্রোলে ৪৬ কিমি মাইলেজ দিতে সক্ষম, এবং এর ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা ৮ লিটার।

ভিএলএফ মবস্টার ১৩৫–এর ডেলিভারি নভেম্বর থেকে শুরু হবে। ভারতের পারফরম্যান্স স্কুটার সেগমেন্টে এটি টক্কর দেবে হিরো জুম ১৬০, টিভিএস এনটর্ক ১৫০, এপ্রিলিয়া এসআর ১৭৫, ইয়ামাহা অ্যারক্স ১৫৫–এর মতো মডেলকে।

মোটোহাউস ইন্ডিয়া–র প্রতিষ্ঠাতা ও এমডি তুষার শেলকে জানিয়েছেন, “মাত্র ৪৮ ঘণ্টায় ১,০০০ বুকিং পেয়ে প্রমাণিত হলো যে ভারত মবসিটি বিপ্লবের জন্য প্রস্তুত। এটাই শুধু শুরু।”

ডিজাইন, পারফরম্যান্স ও আধুনিক ফিচারের সমন্বয়ে VLF Mobster 135 ভারতের স্কুটার মার্কেটে এক নতুন মাত্রা যোগ করেছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বুকিং সংখ্যা প্রমাণ করছে, প্রিমিয়াম স্কুটারের দুনিয়ায় গ্রাহকদের আকর্ষণ কাড়তে সক্ষম হয়েছে এই নতুন অফারিং।