HomeBusinessAutomobile Newsমহারাষ্ট্রে শুরু VLF Mobster 135-এর অ্যাসেম্বলি, পরের মাসেই কি ডেলিভারি?

মহারাষ্ট্রে শুরু VLF Mobster 135-এর অ্যাসেম্বলি, পরের মাসেই কি ডেলিভারি?

- Advertisement -

VLF অবশেষে তাদের প্রথম পেট্রলচালিত ভারতীয় স্কুটার VLF Mobster 135-কে প্রোডাকশনে নিয়ে এল। মহারাষ্ট্রের কল্যাণপুর প্ল্যান্টে এখন এই মডেলের অ্যাসেম্বলি শুরু হয়েছে। সংস্থা জানিয়েছে, সবকিছু পরিকল্পনা মতো চললে আগামী মাস থেকেই শুরু হবে ক্রেতাদের কাছে ডেলিভারি।

VLF Mobster 135: লঞ্চের পর থেকেই দারুণ সাড়া

Mobster 135 প্রথম প্রকাশিত হয় September 2025-এ, তখন এর ইন্ট্রোডাক্টরি দাম রাখা হয়েছিল 1.30 লাখ টাকা (এক্স-শোরুম)। লঞ্চের পর প্রথম মাসে স্কুটারটি 2500-এর বেশি বুকিং পায় এবং প্রথম 48 ঘণ্টায় বুকিং সংখ্যা ছুঁয়ে ফেলে 1000 ইউনিট। প্রথমে সংস্থা 2500 ইউনিটকেই প্রাথমিক বরাদ্দ হিসেবে রেখেছিল, কিন্তু October মাসে আরও 500 ইউনিট যোগ করে মোট বরাদ্দ বাড়ানো হয় 3000 ইউনিটে। এই ব্যাচ শেষ হলেই দাম বেড়ে হবে 1.38 লাখ টাকা।

   

Mobster 135 একটি CKD ইউনিট হিসেবে আসে এবং স্থানীয়ভাবে কল্যাণপুরে অ্যাসেম্বল করা হয়। এর স্টাইলিং করেছেন ইতালির বিখ্যাত ডিজাইনার Alessandro Tartarini। স্কুটারটির ডিজাইনে অ্যাডভেঞ্চার স্কুটার ও স্ট্রিটফাইটার—দুই কিছুর মিশ্রণ পাওয়া যায়। তীক্ষ্ণ বডিওয়ার্ক, টুইন প্রজেক্টর হেডল্যাম্প এবং পূর্ণ LED সেটআপ এটিকে একেবারে প্রিমিয়াম ও আক্রমণাত্মক লুক দেয়।

ফিচারের মধ্যে রয়েছে 5.0-ইঞ্চির TFT ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, কী-লেস ইগনিশন, অটো স্টার্ট/স্টপ, আলোকিত সুইচগিয়ার এবং সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল। সংস্থা অতিরিক্ত হিসাবে ড্যাশক্যামের অপশনও দিচ্ছে।

ইঞ্জিন, চ্যাসিস ও নিরাপত্তা

স্কুটারটির ওজন 122 কেজি, হুইলবেস 1341 মিমি, সিট হাইট 797 মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 155 মিমি। এতে ব্যবহৃত হয়েছে 125 cc লিকুইড-কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা 12.1 bhp শক্তি এবং 11.7 Nm টর্ক উৎপাদন করে। নির্মাতার দাবি, স্কুটারটির টপ স্পিড 105 kmph।

সাসপেনশনে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে গ্যাস-চার্জড ডুয়েল শক—দুইয়ের মিশ্রণ রয়েছে।
ব্রেকিং-এ সামনের 230 মিমি ও পিছনের 220 মিমি ডিস্ক ব্রেক ব্যবহৃত হয়েছে। সবচেয়ে বড় কথা—Mobster 135 এখন পর্যন্ত ভারতের একমাত্র 125 cc স্কুটার, যেখানে রয়েছে সুইচেবল ডুয়াল-চ্যানেল ABS। দেওয়া হয়েছে 12-ইঞ্চি অ্যালয় হুইল এবং ডুয়াল-পারপাস টায়ার—সামনে 120/70, পিছনে 130/70। ফুয়েল ট্যাঙ্ক 8 লিটার, আর মাইলেজ দাবি করা হয়েছে 46 kmpl।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VLF.India (@vlf.india)

পার্থক্য গড়তে পারে ফিচার ও পারফরম্যান্সের সমন্বয়

ডিজাইন, প্রিমিয়াম ফিচার ও উন্নত নিরাপত্তা প্রযুক্তির কারণে VLF Mobster 135 সরাসরি জায়গা করে নিচ্ছে প্রিমিয়াম পারফরম্যান্স স্কুটার সেগমেন্টে। এতে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Hero Xoom 160, TVS NTorq 150, Aprilia SR 175 ও Yamaha Aerox 155-এর মতো শক্তিশালী মডেল। প্রসঙ্গত, অ্যাসেম্বলি শুরু হয়ে যাওয়ায় এখন শুধু অপেক্ষা ডেলিভারির। বাজারে এই স্কুটার কতটা জনপ্রিয়তা পায়, সেটাই দেখার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular