ভিয়েতনামের ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা VinFast ভারতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে। সংস্থা তাদের দুই নতুন ইভি SUV – VinFast VF6 এবং VF7-এর প্রি-বুকিং শুরু করতে চলেছে আগামী ১৫ জুলাই থেকে। কোম্পানি জানিয়েছে, তারা ইতিমধ্যেই দেশের ১৩টি নামী ডিলার গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে অংশগ্রহণ করেছে। ২৭টি শহরে মোট ৩২টি ৩এস (সেলস, সার্ভিস এবং স্পেয়ারস) ডিলারশিপ নিয়ে তাদের কার্যক্রম শুরু হবে।
কোন কোন শহরে থাকছে VinFast-এর শোরুম
VinFast-এর শোরুম থাকবে দিল্লি, গুরগাঁও, নয়ডা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, জয়পুর, আহমেদাবাদ, কলকাতা, কোচিন, ভুবনেশ্বর, তিরুবনন্তপুরম, চণ্ডীগড়, লক্ষ্ণৌ, কোয়েম্বাটোর, সুরাট, কালিকট, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, শিমলা, আগ্রা, ঝাঁসি, গ্বালিয়র, ভাপি, বড়োদা ও গোয়াতে। কোম্পানির লক্ষ্য ২০২৫ সালের মধ্যে ডিলারশিপের সংখ্যা ৩৫-এ উন্নীত করা।
ব্যাটারি গাড়িতে মন মজল রণবীরের, বাড়ি আনলেন 4.5 কোটির ‘দানব’ ইভি
ভারতে গ্রাহক পরিষেবায় জোর
VinFast এশিয়ার সিইও ফ্যাম সান চাউ বলেছেন, “ভারতের সম্মানীয় ডিলার গ্রুপগুলোর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের একটি শক্তিশালী, নির্ভরযোগ্য ও বিস্তৃত পরিষেবা নেটওয়ার্ক তৈরির লক্ষ্যকে সামনে রেখে হয়েছে। আমরা চাই গ্রাহকরা যেন আমাদের বৈদ্যুতিক গাড়িগুলিকে শুধু কেনেনই না, বরং একটি উন্নত ও ভরসাযোগ্য অভিজ্ঞতাও পান।” তিনি আরও জানান, ভারতীয় ক্রেতাদের জন্য গ্রাহক পরিষেবা, বিশ্বমানের পণ্য ও পরিকাঠামো সহজলভ্য করাই তাদের প্রধান লক্ষ্য।
গ্রাহকদের সার্বিক অভিজ্ঞতা উন্নত করতে VinFast ইতিমধ্যেই ভারতের বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। ২৪x৭ রোডসাইড অ্যাসিস্ট্যান্স, কল সেন্টার ও মোবাইল সার্ভিসের জন্য তারা অংশীদার করেছে Global Assure-কে। পাশাপাশি, EV চার্জিং, সার্ভিস এবং আফটার-সেলস সাপোর্টের জন্য তারা যুক্ত হয়েছে myTVS ও RoadGrid-এর সঙ্গে। ব্যাটারি রিসাইক্লিং ও রি-পারপাসিংয়ের জন্য BatX Energies-র সঙ্গেও তারা কাজ করছে।
VinFast VF6 এবং VF7: ভারতের জন্য দুটি গুরুত্বপূর্ণ ইভি SUV
VinFast VF6 ও VF7 গাড়িগুলি ভারতেই CKD (Completely Knocked Down) কিট হিসেবে ভিয়েতনাম থেকে এসে Tamil Nadu-এর Thoothukudi-তে কোম্পানির তৈরি হওয়া অ্যাসেম্বলি প্ল্যান্টে সংযোজন করা হবে। VF6 হবে বেশি মানুষের জন্য তৈরি মাস মার্কেট কমপ্যাক্ট SUV, যা Hyundai Creta EV, Tata Curvv EV এবং Mahindra BE 6-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে, VF7 হবে একটি প্রিমিয়াম মিড-সাইজ SUV, যার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে Mahindra XUV.e9, BYD Atto 3 ইত্যাদি।
সব মিলিয়ে, ভারতে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদাকে মাথায় রেখে সংস্থা্ তাদের VinFast VF6 সিরিজ SUV-এর মাধ্যমে একটি বিস্তৃত নেটওয়ার্ক ও শক্তিশালী উপস্থিতি তৈরি করতে চলেছে। তাদের এই উদ্যোগ ভারতের ইভি ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিযোগিতা ও উদ্ভাবন নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে।