দেশের প্রথম সৌরশক্তি চালিত গাড়ি লঞ্চ হল, বাইকের দামেই কেনা যাবে!

Vayve Eva দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লঞ্চ হল। দেশের প্রথম সৌরশক্তি চালিত গাড়ি এটি। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর মঞ্চে এই…

India's first solar car Vayve Eva unveiled

Vayve Eva দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লঞ্চ হল। দেশের প্রথম সৌরশক্তি চালিত গাড়ি এটি। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর মঞ্চে এই সোলার কারটি প্রকাশ করেছে Vayve Mobility। সূর্যের আলোতে চলতে সক্ষম এই গাড়ির দাম মাত্র ৩.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। তিনটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবেয যথা – নোভা, স্টেলা এবং ভেগা।

Vayve Eva: দেশের প্রথম সৌরশক্তি গাড়ি লঞ্চ হল

গাড়িটি ব্যাটারি সমেত বা ব্যাটারি ছাড়া কেনার সুযোগ পাবেন ক্রেতারা। ব্যাটারি ছাড়া কেনার ক্ষেত্রে সাবস্ক্রিপশন করতে হবে। ব্যাটারি সহ Vayve Eva কিনতে খরচ হবে ৩.৯৯ লক্ষ (এক্স-শোরুম) এবং ব্যাটারি সাবস্ক্রিপশনে নিলে দাম পড়লে ৩.২৫ লক্ষ (এক্স-শোরুম) টাকা। দু’ক্ষেত্রেই ই দাম প্রাথমিক এবং শুধু প্রথম ২৫,০০০ গ্রাহকদের জন্য দেওয়া হবে। পরবর্তীতে যে দাম বাড়ানো হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আবার ২০২৬ সালের মধ্যে ডেলিভারি চালু হবে বলে জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে।

   

আকারের দিক থেকে এটি একটি হ্যাচব্যাক গাড়ি, যার ছাদে রয়েছে একটি নমনীয় সৌর প্যানেল। এটি প্রতিদিন ১০ কিমি পর্যন্ত অতিরিক্ত রেঞ্জ সরবরাহ করবে বলে দাবি করা হয়েছে। সংস্থা জানিয়েছে, এই সোলার ইলেকট্রিক গাড়ি চালাতে প্রতি কিলোমিটারে মাত্র ০.৫ পয়সা খরচ পড়বে। ফলে বাজারে উপলব্ধ অন্যান্য বৈদ্যুতিক গাড়ির থেকেও সাশ্রয়ী হবে এটি।

ইভার ব্যাটারি ফুল চার্জে ২৫০ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করবে বলে জানা গিয়েছে। আবার সোলার প্যানেল থেকে বছরে ৩০০০ কিমি অতিরিক্ত রেঞ্জ পাওয়া যাবে। মজার বিষয়, মাত্র ৫ মিনিটের চার্জেই গাড়িটি ৫০ কিমি পথ চলার শক্তি আয়ত্ত করবে। Eva সোলার গাড়ি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ মাত্র মাত্র ৫ সেকেন্ডে তুলতে পারে।

ফিচারের প্রসঙ্গে বললে, মডেলটিতে ওভার-দ্য-এয়ার (ওটিএ) আপডেট, স্মার্টফোন ইন্টিগ্রেশন, রিমোট মনিটরিং এবং ভেহিকেল ডায়াগনস্টিকস ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু এই গাড়িতে দুই জন মানুষের বসার ব্যবস্থা রয়েছে। কম দাম ও সোলার প্যানেল থাকার ফলে মডেলটি পরিবেশবান্ধব গাড়ির দুনিয়ায় সাড়ে ফেলবে বলে আশা করা হচ্ছে।