Creta থেকে Harrier, 2024-এ বাজারে আলোড়ন জাগাতে আসছে এই 7 ইভি

ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির (Electric Vehicles) চাহিদা দিনদিন বেড়েই চলেছে। যার মধ্যে মাঝারি আকারের এসইউভি-র বিক্রি সবচেয়ে বেশি। চাহিদা জোগান দিতে একের পর এক নতুন…

Upcoming electric vehicles in 2025

ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির (Electric Vehicles) চাহিদা দিনদিন বেড়েই চলেছে। যার মধ্যে মাঝারি আকারের এসইউভি-র বিক্রি সবচেয়ে বেশি। চাহিদা জোগান দিতে একের পর এক নতুন মডেল বাজারে আনছে কোম্পানিগুলি। ২০২৪-এ তেমনই বেশ কিছু বৈদ্যুতিক গাড়ি বাজারে এসেছে। সেই ধারা ২০২৫-এও বজায় থাকবে। সামনের বছরও কিছু নতুন ইভি মডেল বাজারে আসবে। Maruti Suzuki, Hyundai, Mahindra, Tata ও Toyota-র তরফে মোট সাতটি নতুন গাড়ি আনা হবে বলে অনুমান করা হচ্ছে। চলুন সেই তালিকাটি দেখে নেওয়া যাক।

Hyundai Creta EV

   

Hyundai Creta এবার ইলেকট্রিক ভার্সনে আসতে চলেছে। অনুমান করা হচ্ছে, এর দাম ২০ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে। বর্তমানে দেশের রাস্তায় গাড়িটির টেস্টিং চলছে। যেই ছবি একাধিকবার দেখা গেছে। আইসিই মডেলটির প্ল্যাটফর্মের উপর ভর করেই আসবে মডেলটি। তবে ইলেকট্রিক অবতারের ডিজাইন আরও বেশি আকর্ষণীয় হবে। রেঞ্জ হতে পারে ৪৫০ কিমি।

Maruti Suzuki eVX ও Toyota EV

২০২৫-এ Maruti Suzuki ও Toyota যৌথভাবে ভারতের বাজারে একাধিক ইলেকট্রিক গাড়ি আনার প্রস্তুতি শুরু আরম্ভ করেছে। সর্বপ্রথম মডেল হিসেবে Maruti Suzuki eVX বছরের শুরুতেই বাজারে হাজির হতে পারে। বছরের দ্বিতীয়ার্ধে বাজারে পা রাখতে পারে টয়োটার ইভি মডেল। উভয় মডেলেই থাকছে একটি ৬০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এটি ফুল চার্জে ৫৫০ কিলোমিটার পথ চলতে পারবে বলে আশা করা হচ্ছে।

ম্যাক্সি স্কুটারের বাজার তুলকালাম করতে ‘তুরুপের তাস’ চালল হোণ্ডা

Tata Harrier EV

Tata Harrier-এর ইলেকট্রিক ভ্যারিয়েন্ট লঞ্চ করবে বলে দীর্ঘদিন ধরেই জল্পনা দানা বেঁধেছে। ২০২৫-এ তা বাস্তবায়িত হতে চলেছে। গাড়িটি Curvv EV-এর উপর ভিত্তি করে আসবে। এর ড্রাইভিং রেঞ্জ ৫০০ কিলোমিটারের বেশি হবে বলে আশা করা হচ্ছে। এতে ফিচার হিসাবে থাকতে পারে একটি ডুয়েল ইলেকট্রিক মোটর। যা ফোর হুইল ড্রাইভ অফার করবে।

Mahindra XUV.e8 ও XUV.e9

২০২৫-এ মাহিন্দ্রা এরজোড়া ইলেকট্রিক গাড়ি বাজারে আনবে বলে অনুমান করা হচ্ছে। এগুলি হল – Mahindra XUV.e8 ও XUV.e9। বছরের প্রথমার্ধেই বাজারে লঞ্চ হবে মডেলগুলি। XUV700-এর বহু ফিচার এতেও দেওয়া হবে। ফুল চার্জে এটি ৪৫০ কিমি রেঞ্জ প্রদান করবে। XUV.e9 আদতে একটি কুপ ভার্সনের গাড়ি। 

Mahindra BE.05

Mahindra BE.05-এর ছবি সম্প্রতি ফাঁস হয়েছে। আগামী বছরের শুরুতেই এটিও বাজারে লঞ্চ হচ্ছে। একটি ইলেকট্রিক মোটরে (Electric Vehicles) ভিত্তি করে চলবে গাড়িটি। এছাড়া থাকছে রিয়ার হুইল ড্রাইভ প্রযুক্তি।