ভারতের ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে চমক নিয়ে এসেছে Ultraviolette। সম্প্রতি লঞ্চ হওয়া Ultraviolette X47 ই-ক্রসওভার মোটরসাইকেল মাত্র ২৪ ঘণ্টায় ৩,০০০ বুকিং অর্জন করেছে। প্রথমে কোম্পানি ঘোষণা করেছিল যে ২.৪৯ লাখ (এক্স-শোরুম) ইন্ট্রোডাক্টরি প্রাইস কেবল প্রথম ১,০০০ গ্রাহকের জন্য প্রযোজ্য হবে। কিন্তু অল্প সময়ের মধ্যেই বিপুল সাড়া পাওয়ার কারণে সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে এই বিশেষ অফার এখন প্রথম ৫,০০০ গ্রাহকের জন্য প্রযোজ্য হবে। উল্লেখ্য, ইন্ট্রোডাক্টরি অফার শেষ হলে এর দাম দাঁড়াবে ২.৭৪ লাখ (এক্স-শোরুম)।
Ultraviolette-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও নারায়ণ সুব্রহ্মনিয়ম এই ব্যাপারে বলেন, “মাত্র একদিনে যে রকম সাড়া আমরা পেয়েছি, তা ভারতের গ্রাহকদের ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে আগ্রহের প্রতিফলন। এই উদ্দীপনা দেখে আমরা অভিভূত এবং প্রতিশ্রুতিবদ্ধ যে X47 ভারতের মোটরসাইকেল সেগমেন্টে নতুন মান তৈরি করবে। তাই আমরা ইন্ট্রোডাক্টরি প্রাইস বাড়িয়ে ৫,০০০ গ্রাহকের জন্য রেখেছি, এটি তাদের সমর্থনের প্রতি আমাদের কৃতজ্ঞতা।”
Ultraviolette X47: ডিজাইন ও প্রযুক্তির বিশেষত্ব
X47 এমন একটি মোটরসাইকেল, যা স্ট্রিটফাইটার ও অ্যাডভেঞ্চার বাইকের সংমিশ্রণ। এর ডিজাইন যেমন আগ্রাসী, তেমনি কার্যক্ষমতাও সমানভাবে উন্নত। সবচেয়ে বড় কথা, এটি ভারতের প্রথম মোটরসাইকেল, যাতে রাডার টেকনোলজি স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে দেওয়া হয়েছে। এর ফলে বাইকে মিলছে ব্লাইন্ড স্পট ডিটেকশন, লেন-চেঞ্জ অ্যালার্ট, রিয়ার কলিশন ওয়ার্নিং-এর মতো উন্নত সুরক্ষা ফিচার।
পারফরম্যান্স
এই বাইকটি চালিত হয় একটি শক্তিশালী ৪০ বিএইচপি (৩০ কিলোওয়াট) ইলেকট্রিক মোটর দ্বারা, যা উৎপন্ন করে সর্বোচ্চ ১০০ এনএম টর্ক (রিয়ার হুইলে ৬১০ এনএম পর্যন্ত)। এর সঙ্গে থাকছে ১০.৩ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি প্যাক, যা একবার চার্জে সর্বোচ্চ ৩২৩ কিমি (IDC) রেঞ্জ প্রদান করে।
হার্ডওয়্যার ও অন্যান্য ফিচার
X47-এ দেওয়া হয়েছে ৪১ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্কস এবং রিয়ার মনোশক সাসপেনশন, যা সামনের ও পিছনের দিকে ১৭০ মিমি ট্র্যাভেল অফার করে। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০০ মিমি, যা অফ-রোড অবস্থাতেও স্থিতিশীলতা বজায় রাখবে। ব্রেকিং সিস্টেমে আছে Bosch-এর ডুয়াল-চ্যানেল এবিএস, সঙ্গে রেডিয়াল অল-টেরেইন টায়ার, যা অ্যাডভেঞ্চার রাইডিংয়ে বাড়তি আত্মবিশ্বাস দেবে।
ডেলিভারি
Ultraviolette জানিয়েছে যে X47-এর ডেলিভারি শুরু হবে আসন্ন অক্টোবর ২০২৫ থেকে। ফলে যারা ইতিমধ্যেই বুকিং করেছেন, তারা উৎসবের মরশুমে নতুন ই-ক্রসওভারটির অভিজ্ঞতা নিতে পারবেন।
প্রসঙ্গত, সবদিক বিবেচনা করলে বলা যায় Ultraviolette X47 ভারতের ইলেকট্রিক মোটরসাইকেল সেগমেন্টে একটি বিপ্লব ঘটাতে চলেছে। অত্যাধুনিক রাডার টেকনোলজি, দীর্ঘ রেঞ্জ, শক্তিশালী মোটর এবং আকর্ষণীয় ইন্ট্রোডাক্টরি প্রাইসের কারণে এই বাইক ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। আগামী দিনে এটি ভারতীয় ইলেকট্রিক বাইকের বাজারে নতুন দিগন্ত খুলে দেবে বলেই ধারণা করা হচ্ছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
