ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে নতুন চমক নিয়ে এল Ultraviolette Automotive। সংস্থাটি ভারতে লঞ্চ করল তাদের নতুন অ্যাডভেঞ্চার ট্যুরিং ই-বাইক Ultraviolette X47 Crossover। এক্স-শোরুম বেঙ্গালুরুতে এর দাম রাখা হয়েছে ২.৭৪ লাখ। তবে প্রথম ১,০০০ জন ক্রেতা বিশেষ অফারে পাবেন মাত্র ২.৪৯ লাখ দামে। এর ফলে প্রিমিয়াম ইলেকট্রিক বাইক মার্কেটে X৪৭ ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
Ultraviolette X47 Crossover: ডিজাইন ও ভ্যারিয়েন্ট
এক্স৪৭ ক্রসওভার নামের মতোই একটি মিশ্রণ—অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক ও স্ট্রিট নেকেড-এর সংমিশ্রণ। বাইকটি তৈরি হয়েছে F৭৭ প্ল্যাটফর্মের ওপর, তবে এর আলাদা চেসিস ও সাব-ফ্রেম রয়েছে। ডিজাইনের ক্ষেত্রে এটি একেবারেই অনন্য। সামনে বীক-স্টাইল ফেন্ডার, পেশিবহুল ট্যাঙ্ক ও ঝোঁকানো টেইল সেকশন পুরো লুককে স্পোর্টি করে তুলেছে। এতে রয়েছে কাস্ট অ্যালুমিনিয়াম সাব-ফ্রেম। কালার অপশনের মধ্যে আছে লেসার রেড, এয়ারস্ট্রাইক হোয়াইট এবং শ্যাডো ব্ল্যাক। এছাড়া একটি বিশেষ সংস্করণ ডেসার্ট উইং এডিশন পাওয়া যাবে, যেখানে রিয়ার লাগেজ র্যাক, স্যাডল স্টে এবং প্যানিয়ার (সফট/হার্ড) স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হবে।
প্রযুক্তি ও ফিচার
এক্স৪৭ ক্রসওভার-এর সবচেয়ে বড় আকর্ষণ হল UV হাইপারসেন্স ব়্যাডার টেকনোলজি। এর মাধ্যমে বাইকটি ব্লাইন্ড স্পট ডিটেকশন, লেন চেঞ্জ অ্যাসিস্ট, ওভারটেক অ্যালার্ট এবং রিয়ার কলিশন ওয়ার্নিং-এর মতো আধুনিক সেফটি ফিচার প্রদান করে। এছাড়া রয়েছে ডুয়াল ইন্টিগ্রেটেড ক্যামেরা, যা ড্যাশ-ক্যামের কাজও করে। অপশনাল ডুয়াল-ডিসপ্লে সেটআপ থাকায় রাইডার রিয়েল-টাইম ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা ফিড দেখতে পারবেন।
অন্য ফিচারের মধ্যে রয়েছে তিন স্তরের ট্র্যাকশন কন্ট্রোল, নয় স্তরের ব্রেক রিজেনারেশন, সুইচেবল ডুয়াল-চ্যানেল ABS এবং কালার TFT ডিসপ্লে।
এক্স৪৭ ক্রসওভার চালিত একটি ইলেকট্রিক মোটরে, যা উৎপাদন করে ৪০ বিএইচপি পাওয়ার এবং সর্বোচ্চ ১০০ এনএম টর্ক। পারফরম্যান্সের দিক থেকেও এটি উল্লেখযোগ্য—মাত্র ২.৭ সেকেন্ডে ০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং ৮.১ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম। এর টপ স্পিড ঘণ্টা প্রতি ১৪৫ কিলোমিটার।
ব্যাটারি অপশনের মধ্যে রয়েছে দুটি ভ্যারিয়েন্ট — ৭.১ কিলোওয়াট আওয়ার প্যাক, যা দেয় ২১১ কিলোমিটার (পরীক্ষিত) রেঞ্জ এবং ১০.৩ কিলোওয়াট আওয়ার প্যাক, যা এক চার্জে চলতে পারে সর্বোচ্চ ৩২৩ কিলোমিটার। সঙ্গে রয়েছে ইন্টিগ্রেটেড চার্জার, যা ব্যবহারকারীদের সুবিধা আরও বাড়াবে।
এক্স৪৭ ক্রসওভার-এর বুকিং আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই বাইকের ডেলিভারি শুরু হবে অক্টোবর ২০২৫ থেকে।
ভারতের ইলেকট্রিক বাইক মার্কেটে Ultraviolette X47 Crossover নিঃসন্দেহে এক নতুন অধ্যায় সূচনা করল। স্টাইলিশ ডিজাইন, অত্যাধুনিক রাডার প্রযুক্তি, শক্তিশালী ব্যাটারি ও চমকপ্রদ পারফরম্যান্স—সব মিলিয়ে এটি প্রিমিয়াম ইলেকট্রিক বাইকের বাজারে বড়সড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছে। বিশেষ করে প্রথম ১,০০০ ক্রেতার জন্য রাখা কম মূল্যের অফার ক্রেতাদের উৎসাহ আরও বাড়াবে। তাই আগামী দিনে এই ই-বাইক কতটা জনপ্রিয়তা পায়, সেটাই এখন দেখার বিষয়।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
