Ultraviolette Shockwave লঞ্চ হল ভারতের বাজারে, দাম ও বিশেষত্ব দেখুন

Ultraviolette Shockwave লঞ্চ হল ভারতে। এটি সংস্থার নতুন বৈদ্যুতিক অফ-রোড এন্ডুরো বাইক। এই ইলেকট্রিক মোটরসাইকেলের এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ১.৭৫ লাখ টাকা। তবে, প্রথম ১,০০০…

Ultraviolette Shockwave enduro bike

Ultraviolette Shockwave লঞ্চ হল ভারতে। এটি সংস্থার নতুন বৈদ্যুতিক অফ-রোড এন্ডুরো বাইক। এই ইলেকট্রিক মোটরসাইকেলের এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ১.৭৫ লাখ টাকা। তবে, প্রথম ১,০০০ ক্রেতার জন্য বিশেষ ছাড়ে দেওয়া হচ্ছে। প্রথম এক হাজার ক্রেতা এটি মাত্র ১.৫০ লাখ টাকা (এক্স-শোরুম) মূল্যে কিনতে পারবেন।

Advertisements

Ultraviolette Shockwave ডিজাইন ও প্ল্যাটফর্ম

Shockwave একটি সম্পূর্ণ নতুন লাইটওয়েট প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। যা মূলত রোডস্টার ও অফ-রোড বাইকের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। সাধারণ ট্র্যাক-অনলি এন্ডুরো বাইকের তুলনায়, এটি একটি স্ট্রিট-লিগ্যাল (সড়কে চালানোর উপযোগী) অফ-রোড মডেল। অর্থাৎ রাস্তায় চালালে পুলিশ ধরবে না।

Advertisements

এই ই-বাইকে ১৪.৫ বিএইচপি ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যা ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের সঙ্গে যুক্ত। সম্পূর্ণ চার্জে এটি ১৬৫ কিলোমিটার IDC রেঞ্জ প্রদান করতে সক্ষম। Shockwave ০-৬০ কিমি প্রতি ঘণ্টার গতি তুলতে মাত্র ২.৯ সেকেন্ড সময় নেয়। এই বাইকটির ইলেকট্রিক মোটর সর্বোচ্চ ৫০৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এছাড়াও, এর কার্ব ওয়েট মাত্র ১২০ কেজি, যা এটিকে আরও দ্রুত এবং চটপটে করে তুলেছে। বাইকটির সর্বোচ্চ গতি ১২০ কিমি প্রতি ঘণ্টা।

নতুন Ultraviolette Shockwave মডেলে চারটি ট্রাকশন কন্ট্রোল মোড, সুইচেবল ডুয়াল-চ্যানেল ABS এবং ছয় স্তরের ডায়নামিক রিজেনারেশন টেকনোলজি যুক্ত করা হয়েছে। বাইকটি ১৯/১৭ ইঞ্চির তারকাঁটা (wire-spoke) চাকা ব্যবহার করে, যা ৯০/৯০ R19 ও ১১০/৯০ R17 ডুয়াল-পারপাস টায়ারে আবৃত। বাইকটি দুটি রঙের বিকল্পে বাজারে এসেছে – কসমিক ব্ল্যাক এবং ফ্রস্ট হোয়াইট। নতুন এই বাইকের বুকিং ইতিমধ্যেই Ultraviolette-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং ডিলারশিপগুলিতে শুরু হয়েছে। তবে, ডেলিভারি ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে (Q1 2026) শুরু হবে।